কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

১৯. বিচার-আদালত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৫৫৩
আন্তর্জাতিক নং: ৩৫৯২
বিচার-আদালত অধ্যায়
৩৯৫. ফয়সালার ব্যাপারে ইজতিহাদ করা।
৩৫৫৩. হাফস ইবনে উমর (রাহঃ) ..... হিমসের কতিপয় অধিবাসী মু’আয ইবনে জাবাল (রাযিঃ) এর সাথীদের থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) মু’আয (রাযিঃ)-কে যখন ইয়ামানের শাসনকর্তা নিয়োগ করে প্রেরণের ইচ্ছা করেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করেনঃ তোমার কাছে যখন কোন মোকদ্দমা পেশ করা হবে, তখন তুমি কিরূপে তার ফয়সালা করবে? তিনি বলেনঃ আমি আল্লাহর কিতাব অনুসারে ফয়সালা করবো। এরপর নবী (ﷺ) তাকে জিজ্ঞাসা করেনঃ যদি আল্লাহর কিতাবে এর কোন সমাধান না পাও? তখন মু’আয (রাযিঃ) বলেনঃ তবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নত অনুযায়ী ফয়সালা করবো। তিনি আবার জিজ্ঞাসা করেনঃ যদি তুমি রাসূলের সুন্নতে এবং আল্লাহর কিতাবে এর কোন ফয়সালা না পাও? তখন তিনি বলেনঃ এমতাবস্থায় আমি চিন্তা-ভাবনার মাধ্যমে ইজতিহাদ করবো এবং এ ব্যাপারে কোনরূপ শৈথিল্য করবো না। একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) মু’আযের বুকে হাত মেরে বলেনঃ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর দূতকে এরূপ তাওফীক দিয়েছেন, যাতে রাসূলুল্লাহ (ﷺ) সন্তুষ্ট হয়েছেন।
كتاب الأقضية
باب اجْتِهَادِ الرَّأْىِ فِي الْقَضَاءِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي عَوْنٍ، عَنِ الْحَارِثِ بْنِ عَمْرِو بْنِ أَخِي الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أُنَاسٍ، مِنْ أَهْلِ حِمْصَ مِنْ أَصْحَابِ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا أَرَادَ أَنْ يَبْعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ قَالَ " كَيْفَ تَقْضِي إِذَا عَرَضَ لَكَ قَضَاءٌ " . قَالَ أَقْضِي بِكِتَابِ اللَّهِ . قَالَ " فَإِنْ لَمْ تَجِدْ فِي كِتَابِ اللَّهِ " . قَالَ فَبِسُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ " فَإِنْ لَمْ تَجِدْ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلاَ فِي كِتَابِ اللَّهِ " . قَالَ أَجْتَهِدُ رَأْيِي وَلاَ آلُو . فَضَرَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَدْرَهُ وَقَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ لِمَا يُرْضِي رَسُولَ اللَّهِ " .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৫৫৪
আন্তর্জাতিক নং: ৩৫৯৩
বিচার-আদালত অধ্যায়
৩৯৫. ফয়সালার ব্যাপারে ইজতিহাদ করা।
৩৫৫৪. মুসাদ্দাদ (রাহঃ) ..... মু’আয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাকে ইয়ামানে প্রেরণ করেন। এরপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে।
كتاب الأقضية
باب اجْتِهَادِ الرَّأْىِ فِي الْقَضَاءِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي أَبُو عَوْنٍ، عَنِ الْحَارِثِ بْنِ عَمْرٍو، عَنْ نَاسٍ، مِنْ أَصْحَابِ مُعَاذٍ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا بَعَثَهُ إِلَى الْيَمَنِ فَذَكَرَ مَعْنَاهُ .