কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

১৯. বিচার-আদালত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৫৬৪
আন্তর্জাতিক নং: ৩৬০৩
বিচার-আদালত অধ্যায়
৪০২. দুধ পান করানোর ব্যাপারে সাক্ষ্যদান।
৩৫৬৪. সুলাইমান ইবনে হারব (রাহঃ) ..... ইবনে আবী মুলায়কা (রাহঃ) বলেন, উকবা ইবনে হারিছ (রাযিঃ) হাদীস বর্ণনা করেছেন এবং আমার একজন বন্ধুও আমার নিকট উকবা (রাযিঃ) হতে ঐ হাদীস বর্ণনা করেছেন। আমার বন্ধুর বর্ণিত হাদীসটি আমার খুবই স্মরণ আছে।

উকবা (রাযিঃ) বলেনঃ আমি উম্মু ইয়াহয়া বিনতে আবু ইহাবকে বিয়ে করেছিলাম। এরপর কাল রংয়ের একজন মহিলা আমাদের কাছে এসে বলেঃ আমি তোমাদের দুজনকে দুধ পান করিয়েছি। একথা শুনে আমি নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে বিষয়টি তাঁকে অবহিত করি। কিন্তু তিনি আমার বক্তব্যের প্রতি কোন গুরুত্ব না দেওয়ায় আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! মহিলাটি তো মিথ্যাবাদী। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ তুমি তা কিরূপে জানলে? সে যা বলার, তা তো বলেছে। সুতরাং তুমি তোমার স্ত্রীকে পরিত্যাগ কর।[১]

[১] আলোচ্য হাদীসের আলোকে জানা যায় যে, দুগ্ধদানকারিণী মহিলার সাক্ষ্য দুধপান করানোর ব্যাপারে গ্রহণীয় হবে। শরীআতের বিধানে দুধ বোনের সাথে বিবাহ বৈধ নয়। অজান্তে তার সাথে বিয়ে হয়ে গেলেও তা বাতিল বলে গণ্য হবে। (অনুবাদক)
كتاب الأقضية
باب الشَّهَادَةِ فِي الرَّضَاعِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، حَدَّثَنِي عُقْبَةُ بْنُ الْحَارِثِ، وَحَدَّثَنِيهِ صَاحِبٌ، لِي عَنْهُ - وَأَنَا لِحَدِيثِ، صَاحِبِي أَحْفَظُ - قَالَ تَزَوَّجْتُ أُمَّ يَحْيَى بِنْتَ أَبِي إِهَابٍ فَدَخَلَتْ عَلَيْنَا امْرَأَةٌ سَوْدَاءُ فَزَعَمَتْ أَنَّهَا أَرْضَعَتْنَا جَمِيعًا فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَأَعْرَضَ عَنِّي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا لَكَاذِبَةٌ . قَالَ " وَمَا يُدْرِيكَ وَقَدْ قَالَتْ مَا قَالَتْ دَعْهَا عَنْكَ " .
হাদীস নং: ৩৫৬৫
আন্তর্জাতিক নং: ৩৬০৪
বিচার-আদালত অধ্যায়
৪০২. দুধ পান করানোর ব্যাপারে সাক্ষ্যদান।
৩৫৬৫. আহমদ ইবনে আবী শুআয়ব (রাহঃ) .... উকবা ইবনে হারিছ (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এটা উকবা ইবনে আমির (রাযিঃ) থেকে শ্রবণ করেছি। কিন্তু আমি রাবী উবাইদ হতে যা শুনেছি, তা-ই আমার অধিক স্মরণ আছে। এরপর তিনি পূর্বোক্ত হাদীসের অর্থের অনুরূপ হাদীস বর্ণনা করেন।
كتاب الأقضية
باب الشَّهَادَةِ فِي الرَّضَاعِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عُمَيْرٍ الْبَصْرِيُّ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، كِلاَهُمَا عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُبَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، - وَقَدْ سَمِعْتُهُ مِنْ، عُقْبَةَ وَلَكِنِّي لِحَدِيثِ عُبَيْدٍ أَحْفَظُ - فَذَكَرَ مَعْنَاهُ .