কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
২১. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৬৭৭
আন্তর্জাতিক নং: ৩৭১৯
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
৪৪২. মশকে মুখ লাগিয়ে পানি পান করা।
৩৬৭৭. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতেন, অপবিত্র বস্তু ভক্ষণকারী জানোয়ারের পিঠে আরোহণ করতে এবং তীর খাওয়া পশুর গোশত ভক্ষণ করতে নিষেধ করেছেন।[১]
[১] অর্থাৎ ঐ পশুর গোশত, যে তীরের আঘাতে মারা গেছে এবং তা যবাহ করা হয়নি। এরূপ পশুর গোশত খাওয়া
হালাল নয়। (অনুবাদক)
[১] অর্থাৎ ঐ পশুর গোশত, যে তীরের আঘাতে মারা গেছে এবং তা যবাহ করা হয়নি। এরূপ পশুর গোশত খাওয়া
হালাল নয়। (অনুবাদক)
كتاب الأشربة
باب الشَّرَابِ مِنْ فِي السِّقَاءِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا قَتَادَةُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الشُّرْبِ مِنْ فِي السِّقَاءِ وَعَنْ رُكُوبِ الْجَلاَّلَةِ وَالْمُجَثَّمَةِ . قَالَ أَبُو دَاوُدَ الْجَلاَّلَةُ الَّتِي تَأْكُلُ الْعَذِرَةَ .