কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
২৪. গোলাম আযাদ করা সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৯১৩
আন্তর্জাতিক নং: ৩৯৫৪
গোলাম আযাদ করা সম্পর্কিত
৮. উম্মু-ওয়ালাদের আযাদ হওয়া সম্পর্কে।
৩৯১৩. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) ও আবু বকর (রাযিঃ) এর যুগে উম্মু-ওয়ালাদ’ কে বিক্রি করতাম। পরে উমর (রাযিঃ) এর খিলাফতকালে তিনি আমাদেরকে এরূপ করতে নিষেধ করেন।
أبواب العتق
باب فِي عِتْقِ أُمَّهَاتِ الأَوْلاَدِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَيْسٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بِعْنَا أُمَّهَاتِ الأَوْلاَدِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ فَلَمَّا كَانَ عُمَرُ نَهَانَا فَانْتَهَيْنَا .
তাহকীক: