কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

২৪. গোলাম আযাদ করা সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৯২২
আন্তর্জাতিক নং: ৩৯৬৩
গোলাম আযাদ করা সম্পর্কিত
১২. জারয সন্তানের মুক্তি সম্পর্কে।
৩৯২২. ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ব্যভিচারের ফলে সৃষ্ট সন্তান তিন দিক দিয়েই নিকৃষ্ট (অর্থাৎ তার বাপ, মা ও সম্পর্ক)। আবু হুরায়রা (রাযিঃ) আরো বলেনঃ যদি আমি আল্লাহর রাস্তায় কাউকে একটা চাবুকও মারতে পারি তবে তা আমার নিকট ‘জারয সন্তানকে’ আযাদ করার চাইতে উত্তম।
أبواب العتق
باب فِي عِتْقِ وَلَدِ الزِّنَا
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَلَدُ الزِّنَا شَرُّ الثَّلاَثَةِ " . وَقَالَ أَبُو هُرَيْرَةَ لأَنْ أُمَتِّعَ بِسَوْطٍ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أَعْتِقَ وَلَدَ زِنْيَةٍ .