কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
২৮. চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৪১৫০
আন্তর্জাতিক নং: ৪১৯৮
চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
১৫. গোঁফ ছাঁটা সম্পর্কে।
৪১৫০. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ পাঁচ জিনিস স্বভাবগত। তা হলোঃ
১. খাতনা করা,
২. নাভীর নীচের চুল সাফ করা,
৩. বোগলের চুল উপড়ে ফেলা,
৪. নখ কাটা এবং
৫. গোঁপ ছোট করে ছাটা।
১. খাতনা করা,
২. নাভীর নীচের চুল সাফ করা,
৩. বোগলের চুল উপড়ে ফেলা,
৪. নখ কাটা এবং
৫. গোঁপ ছোট করে ছাটা।
كتاب الترجل
باب فِي أَخْذِ الشَّارِبِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم " الْفِطْرَةُ خَمْسٌ أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ الْخِتَانُ وَالاِسْتِحْدَادُ وَنَتْفُ الإِبْطِ وَتَقْلِيمُ الأَظْفَارِ وَقَصُّ الشَّارِبِ " .
তাহকীক:
হাদীস নং: ৪১৫১
আন্তর্জাতিক নং: ৪১৯৯
চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
১৫. গোঁফ ছাঁটা সম্পর্কে।
৪১৫১. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) গোঁফ ছাঁটতে এবং দাড়ি লম্বা করতে নির্দেশ দিয়েছেন।
كتاب الترجل
باب فِي أَخْذِ الشَّارِبِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ وَإِعْفَاءِ اللِّحَى .
তাহকীক:
হাদীস নং: ৪১৫২
আন্তর্জাতিক নং: ৪২০০
চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
১৫. গোঁফ ছাঁটা সম্পর্কে।
৪১৫২. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের জন্য চল্লিশ দিন পর-পর নাভীর নীচের চুল সাফ করার, নখ কাটার, গোঁফ ছাঁটার এবং বোগলের পশম উঠিয়ে ফেলার সময়সীমা নির্ধারণ করে দেন।
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ জা’ফর ইবনে সুলাইমান (রাহঃ) আবু ইমরান হতে, তিনি আনাস (রাযিঃ) থেকে যে সনদ বর্ণনা করেছেন। তাতে নবী (ﷺ) এর নাম উল্লেখ করেননি বরং তিনি বলেছেনঃ আমাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ জা’ফর ইবনে সুলাইমান (রাহঃ) আবু ইমরান হতে, তিনি আনাস (রাযিঃ) থেকে যে সনদ বর্ণনা করেছেন। তাতে নবী (ﷺ) এর নাম উল্লেখ করেননি বরং তিনি বলেছেনঃ আমাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
كتاب الترجل
باب فِي أَخْذِ الشَّارِبِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا صَدَقَةُ الدَّقِيقِيُّ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ وَقَّتَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَلْقَ الْعَانَةِ وَتَقْلِيمَ الأَظْفَارِ وَقَصَّ الشَّارِبِ وَنَتْفَ الإِبْطِ أَرْبَعِينَ يَوْمًا مَرَّةً . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِي عِمْرَانَ عَنْ أَنَسٍ لَمْ يَذْكُرِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ وُقِّتَ لَنَا
তাহকীক:
হাদীস নং: ৪১৫৩
আন্তর্জাতিক নং: ৪২০১
চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
১৫. গোঁফ ছাঁটা সম্পর্কে।
৪১৫৩. ইবনে নুফায়ল (রাহঃ) .... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা হজ্জ ও উমরা ব্যতীত সব সময় দাঁড়ি লম্বা রাখতাম। ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ ‘ইসতিহদাদ’ শব্দের অর্থ হলোঃ নাভীর নীচের চুল মুণ্ডন করা।
كتاب الترجل
باب فِي أَخْذِ الشَّارِبِ
حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، قَرَأْتُ عَلَى عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ وَقَرَأَهُ عَبْدُ الْمَلِكِ عَلَى أَبِي الزُّبَيْرِ وَرَوَاهُ أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا نُعْفِي السِّبَالَ إِلاَّ فِي حَجٍّ أَوْ عُمْرَةٍ . قَالَ أَبُو دَاوُدَ الاِسْتِحْدَادُ حَلْقُ الْعَانَةِ .
তাহকীক: