কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

২৯. আংটি ব্যবহারের বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪১৮৬
আন্তর্জাতিক নং: ৪২৩৪
আংটি ব্যবহারের বিধান
৭. সোনা দিয়ে দাঁত বাঁধানো সম্পর্কে।
৪১৮৬। মুআম্মাল ইবনে হিশাম (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে তুরফা (রাহঃ) আরফাজা ইবনে আস’আদ (রাযিঃ) থেকে এরূপ বর্ণনা করেছেন।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي رَبْطِ الأَسْنَانِ بِالذَّهَبِ
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَبِي الأَشْهَبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ بْنِ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ، عَنْ أَبِيهِ، أَنَّ عَرْفَجَةَ، بِمَعْنَاهُ .
tahqiq

তাহকীক: