কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৪৭৭১
আন্তর্জাতিক নং: ৪৮৪৬
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
২৫. পুরুষের বসার পদ্ধতি সম্পর্কে।
৪৭৭১. সালামা ইবনে শাবীব (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন বসতেন, তখন তিনি হাঁটু উপরের দিক রেখে, তা হাত দিয়ে পরিবেষ্টন করে বসতেন।
كتاب الأدب
باب فِي جُلُوسِ الرَّجُلِ
حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الأَنْصَارِيُّ، عَنْ رُبَيْحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا جَلَسَ احْتَبَى بِيَدِهِ . قَالَ أَبُو دَاوُدَ عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ شَيْخٌ مُنْكَرُ الْحَدِيثِ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৭৭২
আন্তর্জাতিক নং: ৪৮৪৭
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
২৫. পুরুষের বসার পদ্ধতি সম্পর্কে।
৪৭৭২. হাফস ইবনে উমর (রাহঃ) .... কায়লা বিনতে মাখরামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা তিনি নবী করীম (ﷺ)-কে ’কারফাসা’* অবস্থায় বসতে দেখেন। তিনি আরো বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বিনয়ের সাথে বসতে দেখে ভীত-সন্ত্রস্ত হই।
* কারফাসাকে- ইহতিবাও বলা হয়। এর নিয়ম হলো দু'হাটু উপরের নিয়ে উঠিয়ে, পেটের সাথে লাগিয়ে, দু'হাত দিয়ে বেষ্টন করে বসা। - অনুবাদক
* কারফাসাকে- ইহতিবাও বলা হয়। এর নিয়ম হলো দু'হাটু উপরের নিয়ে উঠিয়ে, পেটের সাথে লাগিয়ে, দু'হাত দিয়ে বেষ্টন করে বসা। - অনুবাদক
كتاب الأدب
باب فِي جُلُوسِ الرَّجُلِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حَسَّانَ الْعَنْبَرِيُّ، قَالَ حَدَّثَتْنِي جَدَّتَاىَ، صَفِيَّةُ وَدُحَيْبَةُ ابْنَتَا عُلَيْبَةَ - قَالَ مُوسَى بِنْتُ حَرْمَلَةَ - وَكَانَتَا رَبِيبَتَىْ قَيْلَةَ بِنْتِ مَخْرَمَةَ وَكَانَتْ جَدَّةَ أَبِيهِمَا أَنَّهَا أَخْبَرَتْهُمَا أَنَّهَا، رَأَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ قَاعِدٌ الْقُرْفُصَاءَ فَلَمَّا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الْمُخْتَشِعَ - وَقَالَ مُوسَى الْمُتَخَشِّعَ فِي الْجِلْسَةِ - أُرْعِدْتُ مِنَ الْفَرَقِ .