কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৪৮৮৩
আন্তর্জাতিক নং: ৪৯৬৭
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৭৪. কুনিয়াত ও নাম এক সাথে রাখা সস্পর্কে।
৪৮৮৩. উছমান ও আবু বকর (রাহঃ) ..... মুহাম্মাদ ইবনে হানাফীয়া (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আলী (রাযিঃ) বলেছেনঃ একদা আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার ইন্তিকালের পর যদি আমার ঔরসে কোন সন্তান জন্ম নেয়, তবে আমি তার নাম ও কুনিয়াত আপনার নাম ও কুনিয়াতের অনুরূপ রাখতে পারবো কি। তিনি বলেনঃ হ্যাঁ।
রাবী আবু বকর (রাহঃ) তার বর্ণনায়ঃ ’আমি জিজ্ঞাসা করি’ নবী করীম (ﷺ)-কে, আলী (রাযিঃ)-এর এ উক্তিটির উল্লেখ নেই।
রাবী আবু বকর (রাহঃ) তার বর্ণনায়ঃ ’আমি জিজ্ঞাসা করি’ নবী করীম (ﷺ)-কে, আলী (রাযিঃ)-এর এ উক্তিটির উল্লেখ নেই।
كتاب الأدب
باب فِي الرُّخْصَةِ فِي الْجَمْعِ بَيْنَهُمَا
حَدَّثَنَا عُثْمَانُ، وَأَبُو بَكْرٍ ابْنَا أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ فِطْرٍ، عَنْ مُنْذِرٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ قَالَ عَلِيٌّ رَحِمَهُ اللَّهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنْ وُلِدَ لِي مِنْ بَعْدِكَ وَلَدٌ أُسَمِّيهِ بِاسْمِكَ وَأُكْنِيهِ بِكُنْيَتِكَ قَالَ " نَعَمْ " . وَلَمْ يَقُلْ أَبُو بَكْرٍ قُلْتُ قَالَ عَلِيٌّ عَلَيْهِ السَّلاَمُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم .
হাদীস নং: ৪৮৮৪
আন্তর্জাতিক নং: ৪৯৬৮
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৭৪. কুনিয়াত ও নাম এক সাথে রাখা সস্পর্কে।
৪৮৮৪. নুফায়লী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা একজন মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমার একটি ছেলে হয়েছে, আমি তার নাম রেখেছি মুহাম্মাদ এবং কুনিয়াত রেখেছি আবুল কাসেম। লোকেরা আমাকে বলেছে, আপনি নাকি এটা অপছন্দ করেন? জবাবে তিনি বলেনঃ যখন আমার নামে নাম রাখায় আপত্তি নেই, তখন আমার কুনিয়াতে কুনিয়াত রাখা হারাম হবে কেন?
كتاب الأدب
باب فِي الرُّخْصَةِ فِي الْجَمْعِ بَيْنَهُمَا
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ الْحَجَبِيُّ، عَنْ جَدَّتِهِ، صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ وَلَدْتُ غُلاَمًا فَسَمَّيْتُهُ مُحَمَّدًا وَكَنَّيْتُهُ أَبَا الْقَاسِمِ فَذُكِرَ لِي أَنَّكَ تَكْرَهُ ذَلِكَ فَقَالَ " مَا الَّذِي أَحَلَّ اسْمِي وَحَرَّمَ كُنْيَتِي " . أَوْ " مَا الَّذِي حَرَّمَ كُنْيَتِي وَأَحَلَّ اسْمِي " .
তাহকীক: