কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৪৯৫০
আন্তর্জাতিক নং: ৫০৩৩
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৯৭. হাঁচির জবাব কতবার দিতে হবে- সে সম্পর্কে।
৪৯৫০. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তুমি তোমার ভাইয়ের হাঁচির জবাব তিনবার দেবে। এরপরও যদি সে হাঁচি দেয়, তবে মনে করবে, তা সর্দির কারণে (তখন এর জবাব দেয়া জরুরী নয়)
كتاب الأدب
باب كَمْ يُشَمَّتُ الْعَاطِسُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ عَجْلاَنَ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ شَمِّتْ أَخَاكَ ثَلاَثًا فَمَا زَادَ فَهُوَ زُكَامٌ .
তাহকীক:
হাদীস নং: ৪৯৫১
আন্তর্জাতিক নং: ৫০৩৫
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৯৭. হাঁচির জবাব কতবার দিতে হবে- সে সম্পর্কে।
৪৯৫১. ঈসা ইবনে হাম্মাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে হাদীসটি এভাবে বর্ণনা করেছন। ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ আবু নূ’আয়ম (রাহঃ) মুসা ইবনে কায়স (রাহঃ) থেকে, তিনি মুহাম্মাদ ইবনে আজলান (রাহঃ) থেকে, তিনি সাঈদ (রাহঃ) থেকে, তিনি আবু হুরায়রা (রাযিঃ) থেকে, তিনি নবী করীম (ﷺ) থেকে এরূপ বর্ণনা করেছেন।
كتاب الأدب
باب كَمْ يُشَمَّتُ الْعَاطِسُ
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لاَ أَعْلَمُهُ إِلاَّ أَنَّهُ رَفَعَ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ أَبُو نُعَيْمٍ عَنْ مُوسَى بْنِ قَيْسٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
তাহকীক:
হাদীস নং: ৪৯৫২
আন্তর্জাতিক নং: ৫০৩৬
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৯৭. হাঁচির জবাব কতবার দিতে হবে- সে সম্পর্কে।
৪৯৫২. হারূন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ..... উবাইদ ইবনে রিফা’আ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ হাঁচি দাতার হাঁচির জবাব তিনবার দেবে। এরপর যদি তুমি ইচ্ছা কর, জবাব দিতে পার এবং নাও দিতে পার।
كتاب الأدب
باب كَمْ يُشَمَّتُ الْعَاطِسُ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَحْيَى بْنِ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أُمِّهِ، حُمَيْدَةَ أَوْ عُبَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ الزُّرَقِيِّ عَنْ أَبِيهَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " تُشَمِّتُ الْعَاطِسَ ثَلاَثًا فَإِنْ شِئْتَ أَنْ تُشَمِّتَهُ فَشَمِّتْهُ وَإِنْ شِئْتَ فَكُفَّ " .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৯৫৩
আন্তর্জাতিক নং: ৫০৩৭
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৯৭. হাঁচির জবাব কতবার দিতে হবে- সে সম্পর্কে।
৪৯৫৩. ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ..... সালামা ইবনে আকওয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর কাছে হাঁচি দিলে, তিনি বলেনঃ ইয়ারহামুকাল্লাহু অর্থাৎ আল্লাহ তোমার প্রতি রহম করুন। এরপর সে ব্যক্তি আবার হাঁচি দিলে নবী (ﷺ) বলেনঃ লোকটির সর্দি হয়েছে।
كتاب الأدب
باب كَمْ يُشَمَّتُ الْعَاطِسُ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، عَطَسَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ " يَرْحَمُكَ اللَّهُ " . ثُمَّ عَطَسَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الرَّجُلُ مَزْكُومٌ " .
তাহকীক:
বর্ণনাকারী: