কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৫১২৫
আন্তর্জাতিক নং: ৫২১৫
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১৫৩. সম্মানের জন্য দাঁড়ান- সস্পর্কে।
৫১২৫. হাফস ইবনে উমর (রাহঃ) ..... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন বনু কুরায়যার লোকেরা সা’দ (রাযিঃ)-এর নির্দেশে তাদের দুর্গ পরিত্যাগ করে বাইরে আসে, তখন রাসূলুল্লাহ (ﷺ) সা’দ (রাযিঃ)-কে ডাকেন। তিনি একটি সাদা রংের গাধায় চড়ে সেখানে উপস্থিত হন। তখন নবী করীম (ﷺ) তাদের বলেনঃ তোমরা তোমাদের নেতার দিকে উঠে যাও, অথবা তোমাদের উত্তম ব্যক্তির দিকে উঠে যাও, এরপর সা’দ (রাযিঃ) এসে রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশে বসেন।
كتاب الأدب
باب فِي الْقِيَامِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ أَهْلَ، قُرَيْظَةَ لَمَّا نَزَلُوا عَلَى حُكْمِ سَعْدٍ أَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَجَاءَ عَلَى حِمَارٍ أَقْمَرَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " قُومُوا إِلَى سَيِّدِكُمْ " . أَوْ " إِلَى خَيْرِكُمْ " . فَجَاءَ حَتَّى قَعَدَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫১২৬
আন্তর্জাতিক নং: ৫২১৬
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১৫৩. সম্মানের জন্য দাঁড়ান- সস্পর্কে।
৫১২৬. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... শু’বা (রাহঃ) থেকে এরূপই বর্ণিত হয়েছে। তবে তিনি আরো বলেনঃ সা’দ (রাযিঃ) যখন মসজিদের কাছে আসেন, তখন নবী (ﷺ) আনসারদের বলেনঃ তোমরা তোমাদের নেতার দিকে উঠে যাও।*
* হযরত সা’দ (রাযিঃ) পায়ে আঘাত পান, সে জন্য তাঁকে গাধার পিঠ থেকে নামাবার জন্য লোকদের সাহায্যের প্রয়োজন ছিল। তাই নবী (ﷺ) আনসারদের বলেন, তোমরা তোমাদের নেতাকে সাহায্য করার জন্য তার কাছে যাও। - অনুবাদক
* হযরত সা’দ (রাযিঃ) পায়ে আঘাত পান, সে জন্য তাঁকে গাধার পিঠ থেকে নামাবার জন্য লোকদের সাহায্যের প্রয়োজন ছিল। তাই নবী (ﷺ) আনসারদের বলেন, তোমরা তোমাদের নেতাকে সাহায্য করার জন্য তার কাছে যাও। - অনুবাদক
كتاب الأدب
باب فِي الْقِيَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، بِهَذَا الْحَدِيثِ قَالَ فَلَمَّا كَانَ قَرِيبًا مِنَ الْمَسْجِدِ قَالَ لِلأَنْصَارِ " قُومُوا إِلَى سَيِّدِكُمْ " .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫১২৭
আন্তর্জাতিক নং: ৫২১৭
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১৫৩. সম্মানের জন্য দাঁড়ান- সস্পর্কে।
৫১২৭. হাসান ইবনে আলী ও ইবনে বাশশার (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ফাতিমা (রাযিঃ)-এর চাইতে আর কাউকে কথা-বার্তায় ও চাল-চলনে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে অধিক মিল দেখিনি। যখন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসতেন, তখন তিনি দাঁড়িয়ে তাঁকে চুমা দিতেন এবং তাঁর হাত ধরে নিজের আসনে বসাতেন। একইভাবে যখন নবী (ﷺ) তাঁর কাছে যেতেন, তখন তিনি দাঁড়িয়ে তাকে চুমা দিতেন এবং হাত ধরে তাঁকে নিজের আসনে বসাতেন।
كتاب الأدب
باب فِي الْقِيَامِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ، عَائِشَةَ رضى الله عنها أَنَّهَا قَالَتْ مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشْبَهَ سَمْتًا وَهَدْيًا وَدَلاًّ - وَقَالَ الْحَسَنُ حَدِيثًا وَكَلاَمًا وَلَمْ يَذْكُرِ الْحَسَنُ السَّمْتَ وَالْهَدْىَ وَالدَّلَّ - بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ فَاطِمَةَ كَرَّمَ اللَّهُ وَجْهَهَا كَانَتْ إِذَا دَخَلَتْ عَلَيْهِ قَامَ إِلَيْهَا فَأَخَذَ بِيَدِهَا وَقَبَّلَهَا وَأَجْلَسَهَا فِي مَجْلِسِهِ وَكَانَ إِذَا دَخَلَ عَلَيْهَا قَامَتْ إِلَيْهِ فَأَخَذَتْ بِيَدِهِ فَقَبَّلَتْهُ وَأَجْلَسَتْهُ فِي مَجْلِسِهَا .
তাহকীক: