কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৭৯
আন্তর্জাতিক নং: ৭৯
পবিত্রতা অর্জনের অধ্যায়
পুরুষের জন্য খাদেমের ওযুর পানি ঢেলে দেয়া
৭৯। সুলাইমান ইবনে দাউদ ও হারিস ইবনে মিসকীন (রাহঃ) ......... উরওয়া ইবনে মুগীরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি তাঁর পিতা [মুগীরা (রাযিঃ)]-কে বলতে শুনেছেনঃ তাবূকের যুদ্ধে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর উযু করার সময় পানি ঢেলে দিয়েছি। তিনি মোজার উপর মাসাহ করেছিলেন।
كتاب الطهارة
صب الخادم الماء على الرجل للوضوء
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، - وَاللَّفْظُ لَهُ - عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ مَالِكٍ، وَيُونُسَ، وَعَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُمْ عَنْ عَبَّادِ بْنِ زِيَادٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ، يَقُولُ سَكَبْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ تَوَضَّأَ فِي غَزْوَةِ تَبُوكَ فَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ . قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ لَمْ يَذْكُرْ مَالِكٌ عُرْوَةَ بْنَ الْمُغِيرَةِ .