কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
হাদীস নং: ১১৮
আন্তর্জাতিক নং: ১১৮
পবিত্রতা অর্জনের অধ্যায়
মোজার উপর মাসাহ করা
১১৮। কুতায়বা ইবনে সা’ঈদ (রাহঃ) ......... জারীর ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি উযু করেন এবং মোজার উপর মাসাহ্ করেন। তাকে বলা হল, কি ব্যাপার! আপনি মোজার উপর মাসাহ্ করেন? তিনি উত্তরে বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে মাসাহ্ করতে দেখেছি। আব্দুল্লাহর শাগরিদগণ জারীরের এই কথা পছন্দ করতেন। আর জারীর (রাযিঃ) নবী (ﷺ) এর ইন্তিকালের সামান্য কিছুকাল পূর্বে ইসলাম কবুল করেন।
كتاب الطهارة
باب المسح على الخفين
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَفْصٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقِيلَ لَهُ أَتَمْسَحُ فَقَالَ قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ . وَكَانَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ يُعْجِبُهُمْ قَوْلُ جَرِيرٍ وَكَانَ إِسْلاَمُ جَرِيرٍ قَبْلَ مَوْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِيَسِيرٍ .
তাহকীক:
হাদীস নং: ১১৯
আন্তর্জাতিক নং: ১১৯
পবিত্রতা অর্জনের অধ্যায়
মোজার উপর মাসাহ করা
১১৯। আব্বাস ইবনে আব্দুল আযীম (রাহঃ) ......... আমর ইবনে উমাইয়া যামরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে উযু করতে এবং (উযুতে) মোজার উপর মাসাহ্ করতে দেখেছেন।
كتاب الطهارة
باب المسح على الخفين
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا حَرْبُ بْنُ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১২০
আন্তর্জাতিক নং: ১২০
পবিত্রতা অর্জনের অধ্যায়
মোজার উপর মাসাহ করা
১২০। আব্দুর রহমান ইবনে ইবরাহীম দুহায়ম (রাহঃ) ও সুলাইমান ইবনে দাউদ (রাহঃ) ......... উসামা ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এবং বিলাল (রাযিঃ) হারামে মদীনায় (আসওয়াক) প্রবেশ করেন। রাসূলুল্লাহ (ﷺ) তার পায়খানা-পেশাবের প্রয়োজনে বাইরে যান এবং কিছুক্ষণ পর ফিরে আসেন। উসামা (রাযিঃ) বলেনঃ আমি বিলাল (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) সেখানে কি করেছেন? বিলাল (রাযিঃ) বলেন, নবী (ﷺ) তার প্রয়োজনে বাইরে গিয়েছিলেন এবং ফিরে এসে উযু করেন। তার মুখমণ্ডল ও হাত ধৌত করেন, মাথা ও মোজার উপর মাসাহ করেন। তারপর নামায আদায় করেন।
كتاب الطهارة
باب المسح على الخفين
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، دُحَيْمٌ وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ - وَاللَّفْظُ لَهُ - عَنِ ابْنِ نَافِعٍ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَبِلاَلٌ الأَسْوَاقَ فَذَهَبَ لِحَاجَتِهِ ثُمَّ خَرَجَ قَالَ أُسَامَةُ فَسَأَلْتُ بِلاَلاً مَا صَنَعَ فَقَالَ بِلاَلٌ ذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِحَاجَتِهِ ثُمَّ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ ثُمَّ صَلَّى .
তাহকীক:
হাদীস নং: ১২১
আন্তর্জাতিক নং: ১২১
পবিত্রতা অর্জনের অধ্যায়
মোজার উপর মাসাহ করা
১২১। সুলাইমান ইবনে দাউদ ও হারিস ইবনে মিসকীন (রাহঃ) ......... সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি মোজার উপর মাসাহ্ করেছেন।
كتاب الطهارة
باب المسح على الخفين
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، - وَاللَّفْظُ لَهُ - عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ
তাহকীক:
হাদীস নং: ১২২
আন্তর্জাতিক নং: ১২২
পবিত্রতা অর্জনের অধ্যায়
মোজার উপর মাসাহ করা
১২২। কুতায়বা (রাহঃ) ......... সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) সূত্রে মোজার উপর মাসাহ্ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত যে, মোজার উপর মাসাহ্ করাতে কোন অসুবিধা নেই।
كتاب الطهارة
باب المسح على الخفين
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ أَنَّهُ لاَ بَأْسَ بِهِ
তাহকীক:
হাদীস নং: ১২৩
আন্তর্জাতিক নং: ১২৩
পবিত্রতা অর্জনের অধ্যায়
মোজার উপর মাসাহ করা
১২৩। আলী ইবনে খাশরাম (রাহঃ) ......... মুগীরা ইবনে শু’বাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) (একদা) পায়খানা-পেশাবের প্রয়োজনে বাইরে গিয়েছিলেন। তিনি যখন প্রত্যাবর্তন করেন তখন আমি পানির পাত্র নিয়ে উপস্থিত হই। আমি তাঁকে পানি ঢেলে দেই, তিনি উযু করেন। (প্রথমে) হাতের কবজি পর্যন্ত ধৌত করেন। পরে মুখমণ্ডল ধৌত করেন। তারপর কনুই পর্যন্ত হাত ধুতে চান। কিন্তু জামার হাতা চিকন হওয়াতে তা পারেন নি। তাই জুব্বার (জামার) নিচ দিয়ে হাত বের করেন কনুই পর্যন্ত ধৌত করেন এবং মোজার উপর মাসাহ্ করেন। এরপর আমাদের সঙ্গে নিয়ে নামায আদায় করেন।
كتاب الطهارة
باب المسح على الخفين
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ حَدَّثَنَا عِيسَى، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِحَاجَتِهِ فَلَمَّا رَجَعَ تَلَقَّيْتُهُ بِإِدَاوَةٍ فَصَبَبْتُ عَلَيْهِ فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثُمَّ ذَهَبَ لِيَغْسِلَ ذِرَاعَيْهِ فَضَاقَتْ بِهِ الْجُبَّةُ فَأَخْرَجَهُمَا مِنْ أَسْفَلِ الْجُبَّةِ فَغَسَلَهُمَا وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ صَلَّى بِنَا .
হাদীস নং: ১২৪
আন্তর্জাতিক নং: ১২৪
পবিত্রতা অর্জনের অধ্যায়
মোজার উপর মাসাহ করা
১২৪। কুতা’ইয়বা ইবনে সা’ঈদ (রাহঃ) ......... মুগীরাহ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তার প্রয়োজন সমাধার জন্য বের হলেন। মুগীরা (রাযিঃ) পানির পাত্র নিয়ে তার অনুগমন করলেন। নবী(ﷺ) তার প্রয়োজন সামাধার পর উযু করেন এবং মোজার উপর মাসাহ্ করেন। উযু করার সময় মুগীরা (রাযিঃ) তাঁকে পানি ঢেলে দেন।
كتاب الطهارة
باب المسح على الخفين
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ الْمُغِيرَةِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ فَاتَّبَعَهُ الْمُغِيرَةُ بِإِدَاوَةٍ فِيهَا مَاءٌ فَصَبَّ عَلَيْهِ حَتَّى فَرَغَ مِنْ حَاجَتِهِ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ .