কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

১. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২৪
আন্তর্জাতিক নং: ২২৪
পবিত্রতা অর্জনের অধ্যায়
গোসলের সময় পর্দা করা
২২৫। মুজাহিদ ইবনে মুসা (রাহঃ) ......... মুহিল ইবনে খলীফা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবুস সামেহ (রাযিঃ) আমার নিকট বর্ণনা করেছেনঃ আমি রাসূলুল্লাহ(ﷺ) এর খেদমত করতাম। তিনি যখন গোসল করার ইচ্ছা করতেন, তখন বলতেনঃ তোমার পিঠটা আমার দিকে ঘুরিয়ে দাও। তখন আমি আমার পিঠ তাঁর দিকে ঘুরিয়ে দিতাম। এভাবে তাঁকে পর্দা করতাম।
كتاب الطهارة
باب ذكر الاستتار عند الاغتسال
أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ الْوَلِيدِ، قَالَ حَدَّثَنِي مُحِلُّ بْنُ خَلِيفَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو السَّمْحِ، قَالَ كُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَانَ إِذَا أَرَادَ أَنْ يَغْتَسِلَ قَالَ " وَلِّنِي قَفَاكَ " . فَأُوَلِّيهِ قَفَاىَ فَأَسْتُرُهُ بِهِ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ২২৫
আন্তর্জাতিক নং: ২২৫
পবিত্রতা অর্জনের অধ্যায়
গোসলের সময় পর্দা করা
২২৬। ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ(ﷺ) এর নিকট গিয়ে দেখলেন, তিনি গোসল করছেন আর ফাতিমা (রাযিঃ) তাঁকে একখানা কাপড় দিয়ে পর্দা করে আছেন। তিনি তাঁকে সালাম করলেন, তিনি বললেন ইনি কে? আমি বললামঃ আমি উম্মে হানী’। তিনি গোসল শেষ করলেন এবং পরে একখানা কাপড় জড়িয়ে আট রাকআত নামায আদায় করলেন।
كتاب الطهارة
باب ذكر الاستتار عند الاغتسال
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِي مُرَّةَ، مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أُمِّ هَانِئٍ، رضى الله عنها أَنَّهَا ذَهَبَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ الْفَتْحِ فَوَجَدَتْهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ تَسْتُرُهُ بِثَوْبٍ فَسَلَّمَتْ فَقَالَ " مَنْ هَذَا " . قُلْتُ أُمُّ هَانِئٍ . فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ فِي ثَوْبٍ مُلْتَحِفًا بِهِ .