কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৬. নামাযের সময়সূচী - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫০৫
আন্তর্জাতিক নং: ৫০৫
নামাযের সময়সূচী
আসরের নামায তাড়াতাড়ি পড়া।
৫০৬। কুতায়বা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (এমন সময়) আসরের নামায আদায় করলেন যে, সুর্যরশ্মি তখনও তাঁর ঘরে ছিলো এবং সুর্যরশ্মি তখনো গৃহের আঙিনা থেকে উপরে উঠেনি।
كتاب المواقيت
تعجيل العصر
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى صَلاَةَ الْعَصْرِ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا لَمْ يَظْهَرِ الْفَىْءُ مِنْ حُجْرَتِهَا .
হাদীস নং: ৫০৬
আন্তর্জাতিক নং: ৫০৬
নামাযের সময়সূচী
আসরের নামায তাড়াতাড়ি পড়া।
৫০৭। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এমন সময় আদায় করতেন যে, কোনো গমনকারী ‘কুবা’[১] পর্যন্ত যেত। (বর্ণনাকারী) যুহরী অথবা ইসহাকের মধ্যে একজন বলেন, গমনকারী এসে ‘কুবা’ বাসিদেরকে (আসরের) নামায আদায় করতে দেখতে পেত। অন্যজন বলেন, সুর্য তখনও উপরে (উজ্জ্বল) থাকত।

[১] মদীনা থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত।
كتاب المواقيت
تعجيل العصر
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَالِكٍ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، وَإِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى قُبَاءٍ فَقَالَ أَحَدُهُمَا فَيَأْتِيهِمْ وَهُمْ يُصَلُّونَ وَقَالَ الآخَرُ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ .
হাদীস নং: ৫০৭
আন্তর্জাতিক নং: ৫০৭
নামাযের সময়সূচী
আসরের নামায তাড়াতাড়ি পড়া।
৫০৮। কুতায়বা (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) বলেন। রাসূলুল্লাহ (ﷺ) আসরের নামায এমন সময় আদায় করতেন যে, সুর্য তখনও অনেক উপরে উজ্জ্বল থাকত। কোনো গমনকারী আওয়ালী’[১] তে পৌছলেও সুর্য তখনও উপরে থাকত।

[১] আওয়ালী অর্থ মদীনার পার্শ্ববর্তী উঁচু মহল্লা, কোন কোন আওয়ালী চার মাইল দূরে অবস্থিত।
كتاب المواقيت
تعجيل العصر
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ وَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ
হাদীস নং: ৫০৮
আন্তর্জাতিক নং: ৫০৮
নামাযের সময়সূচী
আসরের নামায তাড়াতাড়ি পড়া।
৫০৯। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিয়ে আসরের নামায আদায় করতেন যখন সুর্য উর্ধাকাশে করোজ্জ্বল থাকত।
كتاب المواقيت
تعجيل العصر
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ أَبِي الأَبْيَضِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِنَا الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ .
হাদীস নং: ৫০৯
আন্তর্জাতিক নং: ৫০৯
নামাযের সময়সূচী
আসরের নামায তাড়াতাড়ি পড়া।
৫১০। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আবু বকর ইবনে উসমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু উমামা ইবনে সাহল (রাহঃ)-কে বলতে শুনেছি যে, আমরা উমর ইবনে আব্দুল আজীজ (রাহঃ)-এর সঙ্গে যোহরের নামায আদায় করে বের হলাম। তারপর আমরা আনাস (রাযিঃ)-এর নিকট গেলাম এবং তাঁকে আসরের নামায আদায় করতে দেখতে পেলাম। আমি বললাম, হে পিতৃব্য! এ কোন নামায, যা আপনি আদায় করলেন? তিনি বললেন, আসরের নামায এবং এটাই রাসূলুল্লাহ (ﷺ)-এর নামায যা আমরা (তাঁর সাথে) আদায় করতাম।
كتاب المواقيت
تعجيل العصر
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ، يَقُولُ صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ قُلْتُ يَا عَمِّ مَا هَذِهِ الصَّلاَةُ الَّتِي صَلَّيْتَ قَالَ الْعَصْرَ وَهَذِهِ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي كُنَّا نُصَلِّي
হাদীস নং: ৫১০
আন্তর্জাতিক নং: ৫১০
নামাযের সময়সূচী
আসরের নামায তাড়াতাড়ি পড়া।
৫১১। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু সালামা (রাহঃ) বলেন, আমরা উমর ইবনে আব্দুল আজীজ (রাহঃ)-এর জমানায় একদা (যোহরের) নামায আদায় করে আনাস (রাযিঃ)-এর নিকটে গেলাম এবং তাঁকে নামায আদায় করা অবস্থায় পেলাম। নামায সমাপ্ত করার পর তিনি আমাদের বললেন যে, তোমরা কি নামায আদায় করেছ? আমরা বললাম, যোহরের নামায আদায় করেছি। তিনি বললেন, আমি তো আসরের নামায আদায় করেছি। লোকেরা বলল, আপনি তাড়াতাড়ি আদায় করে ফেলেছেন। তিনি বললেন, আমি ঐভাবেই নামায আদায় করি যেভাবে আমার সাথীদেরকে আদায় করতে দেখেছি।
كتاب المواقيت
تعجيل العصر
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَلْقَمَةَ الْمَدَنِيُّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ صَلَّيْنَا فِي زَمَانِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ ثُمَّ انْصَرَفْنَا إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ يُصَلِّي فَلَمَّا انْصَرَفَ قَالَ لَنَا أَصَلَّيْتُمْ قُلْنَا صَلَّيْنَا الظُّهْرَ . قَالَ إِنِّي صَلَّيْتُ الْعَصْرَ . فَقَالُوا لَهُ عَجَّلْتَ . فَقَالَ إِنَّمَا أُصَلِّي كَمَا رَأَيْتُ أَصْحَابِي يُصَلُّونَ .