কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৬. নামাযের সময়সূচী - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৮২
আন্তর্জাতিক নং: ৫৮২
নামাযের সময়সূচী
মাগরিবের পূর্বে নামাযের অনুমতি।
৫৮৩। আলী ইবনে উসমান (রাহঃ) ......... ইয়াযিদ ইবনে আবু হাবিব (রাহঃ) থেকে বর্ণিত যে, আবুল খায়র তাঁর কাছে বর্ণনা করেছেন যে, আবু তামিম জায়শানী (রাযিঃ) একদা মাগরিবের পূর্বে দু’রাক’আত নফল নামায আদায় করতে দাঁড়ালেন, তখন আমি উকবা ইবনে আমির (রাযিঃ)-কে বললামঃ দেখুন! ইনি কিসের নামায আদায় করছেন? তিনি ফিরে তাঁকে দেখলেন এবং বললেনঃ আমারা এ নামায রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আদায় করতাম।
كتاب المواقيت
الرخصة في الصلاة قبل المغرب
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ عُثْمَانَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ نُفَيْلٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ، حَدَّثَهُ أَنَّ أَبَا تَمِيمٍ الْجَيْشَانِيَّ قَامَ لِيَرْكَعَ رَكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ فَقُلْتُ لِعُقْبَةَ بْنِ عَامِرٍ انْظُرْ إِلَى هَذَا أَىَّ صَلاَةٍ يُصَلِّي فَالْتَفَتَ إِلَيْهِ فَرَآهُ فَقَالَ هَذِهِ صَلاَةٌ كُنَّا نُصَلِّيهَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .