কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
৬. নামাযের সময়সূচী - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৬০৫
আন্তর্জাতিক নং: ৬০৫
নামাযের সময়সূচী
মুযদালিফাতে মাগরিব ও ইশা একত্রে পড়া।
৬০৬। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। আবু আইয়্যুব আনসারী (রাযিঃ) তাকে জানান যে, রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে তিনি বিদায় হজ্জে- মুযদালিফায় মাগরিব ও ঈশা একত্রে আদায় করেছেন।
كتاب المواقيت
الجمع بين المغرب والعشاء بالمزدلفة
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، أَنَّ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِالْمُزْدَلِفَةِ جَمِيعًا .
হাদীস নং: ৬০৬
আন্তর্জাতিক নং: ৬০৬
নামাযের সময়সূচী
মুযদালিফাতে মাগরিব ও ইশা একত্রে পড়া।
৬০৭। ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাইর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইবনে উমর (রাযিঃ) যখন আরাফার হতে মুযদালিফার দিকে রওয়ানা করেন, তখন আমি তাঁর সঙ্গে ছিলাম। মুযদালিফায় এসে তিনি মাগরিব ও ইশা একত্রে আদায় করলেন। নামায সমাপ্ত করে বলেলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এই স্থানে এরূপই করেছেন।
كتاب المواقيت
الجمع بين المغرب والعشاء بالمزدلفة
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ حَيْثُ أَفَاضَ مِنْ عَرَفَاتٍ فَلَمَّا أَتَى جَمْعًا جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فَلَمَّا فَرَغَ قَالَ فَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَكَانِ مِثْلَ هَذَا .
হাদীস নং: ৬০৭
আন্তর্জাতিক নং: ৬০৭
নামাযের সময়সূচী
মুযদালিফাতে মাগরিব ও ইশা একত্রে পড়া।
৬০৮। উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) মুযদালিফাতে মাগরিব ও ইশা (একত্রে) আদায় করেছেন।
كتاب المواقيت
الجمع بين المغرب والعشاء بالمزدلفة
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِالْمُزْدَلِفَةِ .
হাদীস নং: ৬০৮
আন্তর্জাতিক নং: ৬০৮
নামাযের সময়সূচী
মুযদালিফাতে মাগরিব ও ইশা একত্রে পড়া।
৬০৯। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল্লাহ (ইবনে মাসউদ) (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে মুযদালিফা ব্যতীত আর কোথাও দুই নামায একত্রে আদায় করতে দেখিনি। [রাসূলুল্লাহ (ﷺ) আরাফাতে এবং সফরে এমনকি মদীনাতেও যে দু নামায একত্রে আদায় করেছিলেন, সে সম্পর্কে আব্দুল্লাহ (রাযিঃ) তখনো জানতেন না] এবং ঐ দিন ফজরের নামায স্বাভাবিক সময়ের পূর্বেই আদায় করেছিলেন।
كتاب المواقيت
الجمع بين المغرب والعشاء بالمزدلفة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم جَمَعَ بَيْنَ صَلاَتَيْنِ إِلاَّ بِجَمْعٍ وَصَلَّى الصُّبْحَ يَوْمَئِذٍ قَبْلَ وَقْتِهَا .