কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
৮. মসজিদ সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৭৩৩
আন্তর্জাতিক নং: ৭৩৩
মসজিদ সংক্রান্ত অধ্যায়
নামাযের অপেক্ষায় মসজিদে বসার ব্যাপারে উৎসাহ প্রদান।
৭৩৪। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ নামায আদায় করে যতক্ষণ মুসল্লায় বসে থাকে, ততক্ষণ পর্যন্ত ফিরিশতারা তার জন্য নিম্নরূপ দোয়া করতে থাকেনঃاللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ অর্থাৎ (হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ তার প্রতি দয়া করুন), যতক্ষণ যাবৎ না তার উযু ভঙ্গ হয়।
كتاب المساجد
الترغيب في الجلوس في المسجد وانتظار الصلاة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْمَلاَئِكَةَ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ الَّذِي صَلَّى فِيهِ مَا لَمْ يُحْدِثِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ " .
তাহকীক:
হাদীস নং: ৭৩৪
আন্তর্জাতিক নং: ৭৩৪
মসজিদ সংক্রান্ত অধ্যায়
নামাযের অপেক্ষায় মসজিদে বসার ব্যাপারে উৎসাহ প্রদান।
৭৩৫। কুতায়বা (রাহঃ) ......... আইয়াশ ইবনে উকবা (রাহঃ) থেকে বর্ণিত। ইয়াহয়া ইবনে মাইমূন তাকে বলেছেন যে, তিনি সাহল আস-সাঈদী (রাযিঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি মসজিদে নামাযের অপেক্ষায় থাকে সে যেন নামাযের মধ্যে থাকে।
كتاب المساجد
الترغيب في الجلوس في المسجد وانتظار الصلاة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَيَّاشِ بْنِ عُقْبَةَ، أَنَّ يَحْيَى بْنَ مَيْمُونٍ، حَدَّثَهُ قَالَ سَمِعْتُ سَهْلاً السَّاعِدِيَّ، - رضى الله عنه - يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ كَانَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلاَةَ فَهُوَ فى الصَّلاَةِ " .
তাহকীক: