কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১০. ইমামত - জামাআতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৭৯৫
আন্তর্জাতিক নং: ৭৯৫
ইমামত - জামাআতের অধ্যায়
যে ইমামের ইক্তিদা করেছেন তার ইক্তিদা করা।
৭৯৬। সূওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের মধ্যে পেছনে থাকার প্রবণতা লক্ষ্য করলেন। তিনি বললেনঃ তোমরা সামনে এগিয়ে আস এবং আমার সাথে ইক্তিদা কর। আর তোমাদের পরবর্তীগণ তোমাদের ইক্তিদা করবে। কোন সাম্প্রদায় সর্বদা পেছনে থাকলে পরিশেষে আল্লাহ তা-আলা তাদেরকে পিছিয়েই রাখেন।
كتاب الإمامة
الائتمام بمن يأتم بالإمام
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ جَعْفَرِ بْنِ حَيَّانَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى فِي أَصْحَابِهِ تَأَخُّرًا فَقَالَ " تَقَدَّمُوا فَأْتَمُّوا بِي وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ وَلاَ يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ " .
হাদীস নং: ৭৯৬
আন্তর্জাতিক নং: ৭৯৬
ইমামত - জামাআতের অধ্যায়
যে ইমামের ইক্তিদা করেছেন তার ইক্তিদা করা।
৭৯৭। সুওয়য়াদ ইবনে নসর (রাহঃ) ......... আবু নযরাহ (রাহঃ) সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত রয়েছে।
كتاب الإمامة
الائتمام بمن يأتم بالإمام
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، نَحْوَهُ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৭৯৭
আন্তর্জাতিক নং: ৭৯৭
ইমামত - জামাআতের অধ্যায়
যে ইমামের ইক্তিদা করেছেন তার ইক্তিদা করা।
৭৯৮। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রাযিঃ)-কে লোকদের নিয়ে নামায আদায় করতে আদেশ করলেন। তিনি বলেনঃ তখন নবী (ﷺ) ছিলেন আবু বকর (রাযিঃ)-এর সামনে। তিনি বসে নামায আদায় করলেন। আর আবু বকর (রাযিঃ) লোকদের ইমাম হয়ে নামায আদায় করলেন। লোকজন ছিল আবু বকর (রাযিঃ)-এর পেছনে।
كتاب الإمامة
الائتمام بمن يأتم بالإمام
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنِي أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، قَالَ سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ قَالَتْ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ يَدَىْ أَبِي بَكْرٍ فَصَلَّى قَاعِدًا وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ وَالنَّاسُ خَلْفَ أَبِي بَكْرٍ .
তাহকীক:
হাদীস নং: ৭৯৮
আন্তর্জাতিক নং: ৭৯৮
ইমামত - জামাআতের অধ্যায়
যে ইমামের ইক্তিদা করেছেন তার ইক্তিদা করা।
৭৯৯। উবাইদুল্লাহ ইবনে ফাযালা ইবনে ইবরাহীম (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ইমাম হয়ে যোহরের নামায আদায় করলেন তখন আবু বকর (রাযিঃ) ছিলেন তার পেছনে। যখন রাসূলুল্লাহ (ﷺ) তাকবীর বলতেন তখন আবু বকর (রাযিঃ)-ও আমাদেরকে শোনাবার জন্য তাকবীর বলতেন।
كتاب الإمامة
الائتمام بمن يأتم بالإمام
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، - يَعْنِي ابْنَ يَحْيَى - قَالَ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ الرُّؤَاسِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الظُّهْرَ وَأَبُو بَكْرٍ خَلْفَهُ فَإِذَا كَبَّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَبَّرَ أَبُو بَكْرٍ يُسْمِعُنَا .
তাহকীক: