কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

১০. ইমামত - জামাআতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৫২
আন্তর্জাতিক নং: ৮৫২
ইমামত - জামাআতের অধ্যায়
জামাআত ত্যাগের কারণ।
৮৫৩। কুতায়বা (রাহঃ) ......... উরওয়া (রাহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আরকাম (রাযিঃ) তাঁর সাথীদের ইমামতি করতেন। একদিন নামাযের সময় হলে তিনি তাঁর প্রয়োজনে চলে গেলেন। তারপর ফিরে এসে বললেন- আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যখন তোমাদের কারও পায়খানার প্রয়োজন হয়, তখন সে যেন নামাযের পূর্বে তা সেরে নেয়।
كتاب الإمامة
العذر في ترك الجماعة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أَرْقَمَ، كَانَ يَؤُمُّ أَصْحَابَهُ فَحَضَرَتِ الصَّلاَةُ يَوْمًا فَذَهَبَ لِحَاجَتِهِ ثُمَّ رَجَعَ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا وَجَدَ أَحَدُكُمُ الْغَائِطَ فَلْيَبْدَأْ بِهِ قَبْلَ الصَّلاَةِ " .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫৩
আন্তর্জাতিক নং: ৮৫৩
ইমামত - জামাআতের অধ্যায়
জামাআত ত্যাগের কারণ।
৮৫৪। মুহাম্মাদ ইবনে মনসুর (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন রাতের খানা উপস্থিত আর নামায আরম্ভ হয়, তখন প্রথমে আহার করে নেবে।
كتاب الإمامة
العذر في ترك الجماعة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا حَضَرَ الْعَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ " .
হাদীস নং: ৮৫৪
আন্তর্জাতিক নং: ৮৫৪
ইমামত - জামাআতের অধ্যায়
জামাআত ত্যাগের কারণ।
৮৫৫। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আবুল মলীহ (রাহঃ) এর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে হুনায়নে ছিলাম, এমন সময়ে আমাদের উপর বর্যণ আরম্ভ হলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) এর মুয়াযযিন ঘোষণা দিলেন, আপনারা নিজ নিজ বাসস্থানে নামায আদায় করুন।
كتاب الإمامة
العذر في ترك الجماعة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِحُنَيْنٍ فَأَصَابَنَا مَطَرٌ فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ صَلُّوا فِي رِحَالِكُمْ .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: