কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১১. নামায শুরু করার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৯৯৭
আন্তর্জাতিক নং: ৯৯৭
নামায শুরু করার অধ্যায়
ইশার নামাযে "সাব্বিহিসমা রাব্বিকাল আলা" পাঠ করা।
১০০০। মুহাম্মাদ ইবনে কুদামা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মু’আয (রাযিঃ) দাঁড়িয়ে ইশার নামায আদায় করলেন এবং তা দীর্ঘায়িত করলেন। নবী (ﷺ) বললেন, হে মু’আয; তুমি কি (লোকদের) ফিত্না ও বিপদে ফেলবে? তুমি কি (লোকদের) ফিত্না ও কষ্টে ফেলবে তুমি সাব্বিহিসমা রাব্বিকা, ওয়াদদূহা এবং ইযাসসামা উনফাতারাত সূরা পাঠ কর না কেন?
كتاب الافتتاح
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، قَالَ قَامَ مُعَاذٌ فَصَلَّى الْعِشَاءَ الآخِرَةَ فَطَوَّلَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَفَتَّانٌ يَا مُعَاذُ أَفَتَّانٌ يَا مُعَاذُ أَيْنَ كُنْتَ عَنْ (سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى) وَالضُّحَى وَ (إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ) " .
তাহকীক: