কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

১২. তাত্ববীক্ব [রুকুতে দুইহাত হাঁটুদ্বয়ের মাঝে রাখা] এবং অবশিষ্ট নামাযের বিবরণ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৫৩
আন্তর্জাতিক নং: ১১৫৩
তাত্ববীক্ব [রুকুতে দুইহাত হাঁটুদ্বয়ের মাঝে রাখা] এবং অবশিষ্ট নামাযের বিবরণ
উঠার সময় মাটিতে ভর দেয়া।
১১৫৬। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু কিলাবা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মালিক ইবনে হুয়াইরিছ (রাযিঃ) আমাদের নিকট এসে বললেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামায সম্বন্ধে বর্ণনা করব না? তারপর তিনি নামাযের সময় ছাড়াই (নফল) নামায আদায় করলেন (অর্থাৎ তখন কোন ফরজ নামাযের সময় নয়)। যখন তিনি প্রথম রাকআতে দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠাতেন, তখন সোজা হয়ে বসতেন। তারপর মাটিতে ঠেক (মাটির উপর দু’ হাতের ভর) দিয়ে উঠে দাঁড়াতেন।
كتاب التطبيق
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ كَانَ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ يَأْتِينَا فَيَقُولُ أَلاَ أُحَدِّثُكُمْ عَنْ صَلاَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيُصَلِّي فِي غَيْرِ وَقْتِ الصَّلاَةِ فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ الثَّانِيَةِ فِي أَوَّلِ الرَّكْعَةِ اسْتَوَى قَاعِدًا ثُمَّ قَامَ فَاعْتَمَدَ عَلَى الأَرْضِ .