কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১৪. জুমআ'র অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৪২৩
আন্তর্জাতিক নং: ১৪২৩
জুমআ'র অধ্যায়
জুমআর নামাযের কিরাআতে নু’মান ইবনে বশীর (রাযিঃ) থেকে বর্ণনাকারীদের বর্ণনার পার্থক্য
১৪২৬। কুতায়বা (রাহঃ) ......... উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত যে, যাহহাক ইবনে কায়স (রাহঃ) নূমান ইবনে বশীর (রাযিঃ) কে প্রশ্ন করলেন, জুমআর দিনে রাসূলুল্লাহ (ﷺ) সূরা জুমআর পরে কোন সূরা পাঠ করতেন? তিনি বললেন, তিনি هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ পাঠ করতেন।
كتاب الجمعة
ذكر الاختلاف على النعمان بن بشير في القراءة في صلاة الجمعة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ الضَّحَّاكَ بْنَ قَيْسٍ، سَأَلَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ مَاذَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ يَوْمَ الْجُمُعَةِ عَلَى إِثْرِ سُورَةِ الْجُمُعَةِ قَالَ كَانَ يَقْرَأُ ( هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ) .
তাহকীক:
হাদীস নং: ১৪২৪
আন্তর্জাতিক নং: ১৪২৪
জুমআ'র অধ্যায়
জুমআর নামাযের কিরাআতে নু’মান ইবনে বশীর (রাযিঃ) থেকে বর্ণনাকারীদের বর্ণনার পার্থক্য
১৪২৭। মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ......... নু’মান ইবনে বশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমআর নামাযে سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى এবং هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ পাঠ করতেন। আর কখনো কখনো ঈদ এবং জুমআ একত্রিত হয়ে যেত তখন ঈদ এবং জুমআ উভয় নামাযে ঐ দুই সূরা পড়তেন।
كتاب الجمعة
ذكر الاختلاف على النعمان بن بشير في القراءة في صلاة الجمعة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، أَنَّ إِبْرَاهِيمَ بْنَ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، أَخْبَرَهُ قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْجُمُعَةِ بِـ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى ) وَ( هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ) وَرُبَّمَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ فَيَقْرَأُ بِهِمَا فِيهِمَا جَمِيعًا .