কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১৯. দু' ঈদের নামাযের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৫৯১
আন্তর্জাতিক নং: ১৫৯১
দু' ঈদের নামাযের বর্ণনা
যে ব্যক্তি ঈদের নামাযে উপস্থিত থেকেছে তার জন্য জুমআর নামাযে উপস্থিত না থাকার অনুমতি
১৫৯৪। আমর ইবনে আলী (রাহঃ) ......... ইয়াস ইবনে আবু রমলা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুআবিয়া (রাযিঃ)-কে যায়দ ইবনে আরকাম (রাযিঃ)-কে প্রশ্ন করতে শুনেছি, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ঈদ এবং জুমূআর নামাযে শরীক ছিলেন? তিনি বললেন, হ্যাঁ; তিনি ঈদের নামায দিনের শুরুতে আদায় করে ফেলেছিলেন। অতঃপর (গ্রামের অধিবাসীদেরকে) জুমআর নামাযে উপস্থিত না হওয়ার অনুমতি দিয়েছিলেন।*
* হানাফী মাযহাব মতে, ঈদ ও জুমআ একই দিনে হলে উভয় নামাযই পড়তে হবে।
* হানাফী মাযহাব মতে, ঈদ ও জুমআ একই দিনে হলে উভয় নামাযই পড়তে হবে।
كتاب صلاة العيدين
باب الرُّخْصَةِ فِي التَّخَلُّفِ عَنِ الْجُمُعَةِ، لِمَنْ شَهِدَ الْعِيدَ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ إِيَاسِ بْنِ أَبِي رَمْلَةَ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ، سَأَلَ زَيْدَ بْنَ أَرْقَمَ أَشَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عِيدَيْنِ قَالَ نَعَمْ صَلَّى الْعِيدَ مِنْ أَوَّلِ النَّهَارِ ثُمَّ رَخَّصَ فِي الْجُمُعَةِ .
তাহকীক:
হাদীস নং: ১৫৯২
আন্তর্জাতিক নং: ১৫৯২
দু' ঈদের নামাযের বর্ণনা
যে ব্যক্তি ঈদের নামাযে উপস্থিত থেকেছে তার জন্য জুমআর নামাযে উপস্থিত না থাকার অনুমতি
১৫৯৫। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ওয়াহাব ইবনে কায়সান (রাযিঃ) বর্ণনা করেন যে, ইবনে যুবাইর (রাযিঃ) এর যুগে একবার ঈদ এবং জুমআ একত্রিত হয়ে গিয়েছিল। তিনি সূর্য উপরে না উঠা পর্যন্ত ঈদের নামায আদায় করার জন্য বের হতে বিলম্ব করলেন। অতঃপর বের হলেন এবং খুতবা দিলেন এবং খুতবাকে দীর্ঘ করলেন তারপর নীচে অবতরণ করলেন এবং নামায আদায় করলেন। আর সেদিন লোকদের নিয়ে জুমআর নামায আদায় করলেন না। এ ঘটনা ইবনে আব্বাস (রাযিঃ)-এর সমীপে উল্লেখ করা হলে তিনি বললেন, তিনি সুন্নত মতই করেছেন।
كتاب صلاة العيدين
باب الرُّخْصَةِ فِي التَّخَلُّفِ عَنِ الْجُمُعَةِ، لِمَنْ شَهِدَ الْعِيدَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنِي وَهْبُ بْنُ كَيْسَانَ، قَالَ اجْتَمَعَ عِيدَانِ عَلَى عَهْدِ ابْنِ الزُّبَيْرِ فَأَخَّرَ الْخُرُوجَ حَتَّى تَعَالَى النَّهَارُ ثُمَّ خَرَجَ فَخَطَبَ فَأَطَالَ الْخُطْبَةَ ثُمَّ نَزَلَ فَصَلَّى وَلَمْ يُصَلِّ لِلنَّاسِ يَوْمَئِذٍ الْجُمُعَةَ . فَذُكِرَ ذَلِكَ لاِبْنِ عَبَّاسٍ فَقَالَ أَصَابَ السُّنَّةَ .
তাহকীক:
বর্ণনাকারী: