কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২২. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ২১৫২
আন্তর্জাতিক নং: ২১৫২
রোযার অধ্যায়
সাহরী বিলম্বে খাওয়া
২১৫৬। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... যির (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমরা হুযাইফা (রাযিঃ)-এর কাছে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে আপনি কখন সাহরী খেতেন? তিনি বললেনঃ খুব ভোরেই। তবে হ্যাঁ, তখনো সূর্য উদয় হত না (ভোর রাত্রের শেষের দিকে)।
كتاب الصيام
باب تَأْخِيرِ السَّحُورِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى زِرٍّ فِيهِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَيُّوبَ، قَالَ أَنْبَأَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، قَالَ قُلْنَا لِحُذَيْفَةَ أَىَّ سَاعَةٍ تَسَحَّرْتَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ هُوَ النَّهَارُ إِلاَّ أَنَّ الشَّمْسَ لَمْ تَطْلُعْ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ২১৫৩
আন্তর্জাতিক নং: ২১৫৩
রোযার অধ্যায়
সাহরী বিলম্বে খাওয়া
২১৫৭। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... যির ইবনে হুবায়স (রাহঃ) বলেন যে, আমি হুযাইফা (রাযিঃ)-এর সাথে সাহরী খেলাম। অতঃপর নামায আদায় করার জন্য বের হলাম। যখন আমরা মসজিদে পৌছে দু’রাকআত নামায আদায় করলাম (ফজরের সুন্নত)। তখনই (জামাআতের) ইকামত বলা হল। উভয়ের মাঝখানে মাত্র অল্প কিছুক্ষণ সময়ের ব্যবধান ছিল।
كتاب الصيام
باب تَأْخِيرِ السَّحُورِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى زِرٍّ فِيهِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، قَالَ سَمِعْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ، قَالَ تَسَحَّرْتُ مَعَ حُذَيْفَةَ ثُمَّ خَرَجْنَا إِلَى الصَّلاَةِ فَلَمَّا أَتَيْنَا الْمَسْجِدَ صَلَّيْنَا رَكْعَتَيْنِ وَأُقِيمَتِ الصَّلاَةُ وَلَيْسَ بَيْنَهُمَا إِلاَّ هُنَيْهَةٌ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ২১৫৪
আন্তর্জাতিক নং: ২১৫৪
রোযার অধ্যায়
সাহরী বিলম্বে খাওয়া
২১৫৮। আমর ইবনে আলী (রাহঃ) ......... সিলাহ ইবনে যুফার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি হুযাইফা (রাযিঃ)-এর সাথে সাহরী খেলাম। অতঃপর মসজিদে গিয়ে দু’রাক'আত ফজরের নামায (সুন্নত) আদায় করলাম। তারপরই নামাযের (জামাআতের) ইকামত দেয়া হল এবং আমরা নামায (ফজরের ফরয) আদায় করলাম।
كتاب الصيام
باب تَأْخِيرِ السَّحُورِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى زِرٍّ فِيهِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ حَدَّثَنَا أَبُو يَعْفُورٍ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ تَسَحَّرْتُ مَعَ حُذَيْفَةَ ثُمَّ خَرَجْنَا إِلَى الْمَسْجِدِ فَصَلَّيْنَا رَكْعَتَىِ الْفَجْرِ ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ فَصَلَّيْنَا .
তাহকীক:
বর্ণনাকারী: