কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৯১৬
আন্তর্জাতিক নং: ২৯১৬
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
কাবায় নামাযের স্থান
২৯১৯. ইসমাঈল ইবনে মাসউদ (রাহঃ) ......... উসামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কাবা হতে বের হলেন এবং কাবার সামনে দুই রাক'আত নামায আদায় করলেন। এরপর বললেনঃ এ-ই। কিবলা।
كتاب مناسك الحج
مَوْضِعُ الصَّلَاةِ مِنْ الْكَعْبَةِ
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ عَطَاءٍ عَنْ أُسَامَةَ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْبَيْتِ صَلَّى رَكْعَتَيْنِ فِي قُبُلِ الْكَعْبَةِ ثُمَّ قَالَ هَذِهِ الْقِبْلَةُ
হাদীস নং: ২৯১৭
আন্তর্জাতিক নং: ২৯১৭
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
কাবায় নামাযের স্থান
২৯২০. আবু আসিম খুশায়শ ইবনে আসরাম নাসাঈ (রাহঃ) ......... আতা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, উসামা ইবনে যায়দ (রাযিঃ) আমার কাছে বৰ্ণনা করেছেন যে, নবী (ﷺ) কাবায় প্রবেশ করলেন এবং এর চারদিকে দুআ করলেন এবং এর ভিতরে নামায আদায় না করে বের হলেন। যখন তিনি বাইরে আসলেন, তখন দুই রাক'আত নামায আদায় করলেন কাবার সামনে।
كتاب مناسك الحج
مَوْضِعُ الصَّلَاةِ مِنْ الْكَعْبَةِ
أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ خُشَيْشُ بْنُ أَصْرَمَ النَّسَائِيُّ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْبَيْتَ فَدَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ فِيهِ حَتَّى خَرَجَ مِنْهُ فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قُبُلِ الْكَعْبَةِ
হাদীস নং: ২৯১৮
আন্তর্জাতিক নং: ২৯১৮
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
কাবায় নামাযের স্থান
২৯২১. আমর ইবনে আলী (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ ইবনে সায়িব (রাহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি ইবনে আব্বাস (রাযিঃ)-কে নিয়ে হাজরে আসওয়াদের সাথে মিলিত স্তম্ভের পাশের তৃতীয় অংশে, যে স্থানটি দরজার নিকটবর্তী সেখানে দাঁড় করালেন। তখন ইবনে আব্বাস (রাযিঃ) বললেনঃ আপনি কি সংবাদ পাননি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এই স্থানে নামায আদায় করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। তারপর তিনি এগিয়ে গিয়ে সেখানে নামায আদায় করলেন।
كتاب مناسك الحج
مَوْضِعُ الصَّلَاةِ مِنْ الْكَعْبَةِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا يَحْيَى قَالَ حَدَّثَنِي السَّائِبُ بْنُ عُمَرَ قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَ يَقُودُ ابْنَ عَبَّاسٍ وَيُقِيمُهُ عِنْدَ الشُّقَّةِ الثَّالِثَةِ مِمَّا يَلِي الرُّكْنَ الَّذِي يَلِي الْحَجَرَ مِمَّا يَلِي الْبَابَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ أَمَا أُنْبِئْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي هَاهُنَا فَيَقُولُ نَعَمْ فَيَتَقَدَّمُ فَيُصَلِّي