কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৯৭৬
আন্তর্জাতিক নং: ২৯৭৬
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
সাফা ও মারওয়ার মধ্যে হেঁটে চলা
২৯৭৯. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... কাসীর ইবনে জুমহান (রাহঃ) বলেনঃ আমি ইবনে উমর (রাযিঃ)-কে দেখেছি তিনি সাফা ও মারওয়ার মধ্যস্থলে হ্যাঁটছেন, তিনি বলেন, যদি আমি হেঁটে চলি, তা এজন্য যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে হ্যাঁটতে দেখেছি। আর যদি আমি দ্রুত চলি, তা এজন্য যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দ্রুত চলতে দেখেছি।
كتاب مناسك الحج
الْمَشْيُ بَيْنَهُمَا
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ كَثِيرِ بْنِ جُمْهَانَ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يَمْشِي بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ فَقَالَ إِنْ أَمْشِي فَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي وَإِنْ أَسْعَى فَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْعَى
তাহকীক:
হাদীস নং: ২৯৭৭
আন্তর্জাতিক নং: ২৯৭৭
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
সাফা ও মারওয়ার মধ্যে হেঁটে চলা
২৯৮০. মুহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবায়র (রাহঃ) বলেন, আমি ইবনে উমর (রাযিঃ)-কে দেখেছি, এরপর তিনি পূর্ব হাদীসের মত উল্লেখ করেন। তবে তিনি অতিরিক্ত বলেনঃ আর আমি তখন ছিলাম বৃদ্ধ ।
كتاب مناسك الحج
الْمَشْيُ بَيْنَهُمَا
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ أَنْبَأَنَا الثَّوْرِيُّ عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ ذَكَرَ نَحْوَهُ إِلَّا أَنَّهُ قَالَ وَأَنَا شَيْخٌ كَبِيرٌ
তাহকীক: