কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩০৬৮
আন্তর্জাতিক নং: ৩০৬৮
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
রাখালদের কংকর নিক্ষেপ
৩০৭১. হুসায়ন ইবনে হুরায়স ও মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আবুল বাদ্দাহ ইবনে আদী তার পিতার মাধ্যমে বর্ণনা করেন। নবী (ﷺ) রাখালদের অনুমতি দিয়েছেন, তারা একদিন কংকর নিক্ষেপ করবে আর একদিন তা বাদ দেবে।
كتاب مناسك الحج
بَاب رَمْيِ الرُّعَاةِ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي الْبَدَّاحِ بْنِ عَدِيٍّ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِلرُّعَاةِ أَنْ يَرْمُوا يَوْمًا وَيَدَعُوا يَوْمًا
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩০৬৯
আন্তর্জাতিক নং: ৩০৬৯
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
রাখালদের কংকর নিক্ষেপ
৩০৭২. আমর ইবনে আলী (রাহঃ) ......... আবুল বাদ্দাহ ইবনে আসিম ইবনে আদী তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন। নবী (ﷺ) রাখালদের রাত্র যাপনের ব্যাপারে অনুমতি দিয়েছেন, তারা কুরবানীর দিন কংকর নিক্ষেপ করবে এবং পরের দু’দিন একত্রে কোন একদিন নিক্ষেপ করবে।
كتاب مناسك الحج
بَاب رَمْيِ الرُّعَاةِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا يَحْيَى قَالَ حَدَّثَنَا مَالِكٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي الْبَدَّاحِ بْنِ عَاصِمِ بْنِ عَدِيٍّ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِلرُّعَاةِ فِي الْبَيْتُوتَةِ يَرْمُونَ يَوْمَ النَّحْرِ وَالْيَوْمَيْنِ اللَّذَيْنِ بَعْدَهُ يَجْمَعُونَهُمَا فِي أَحَدِهِمَا
তাহকীক:
বর্ণনাকারী: