কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২৬. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৩৭১
আন্তর্জাতিক নং: ৩৩৭১
বিবাহ-শাদীর অধ্যায়
বিবাহের পর দুআ করা
৩৩৭৪. আমর ইবনে আলী এবং মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ......... হাসান (রাহঃ) থেকে বর্ণিত যে, আকীল ইবনে আবু তালিব (রাযিঃ) জাশাম গোত্রের এক রমণীকে বিবাহ করলে তাদের মিল মহব্বত এবং সন্তানের জন্য দুআ করা হলো। আকীল বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যেমন বলেছেন, তোমরা তেমন বলঃ (بَارَكَ اللَّهُ فِيكُمْ وَبَارَكَ لَكُمْ) অর্থাৎ আল্লাহ তোমাদের মাঝে বরকত দান করুন এবং তোমাদের জীবন প্রাচুর্যময় করুন।
كتاب النكاح
كَيْفَ يُدْعَى لِلرَّجُلِ إِذَا تَزَوَّجَ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَا حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَشْعَثَ عَنْ الْحَسَنِ قَالَ تَزَوَّجَ عَقِيلُ بْنُ أَبِي طَالِبٍ امْرَأَةً مِنْ بَنِي جَثْمٍ فَقِيلَ لَهُ بِالرِّفَاءِ وَالْبَنِينَ قَالَ قُولُوا كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارَكَ اللَّهُ فِيكُمْ وَبَارَكَ لَكُمْ
তাহকীক:
বর্ণনাকারী: