কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
৩৭. কোন প্রাণের বিনাশ/রক্তপাত অবৈধ হওয়া প্রসঙ্গে - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৪০৫২
আন্তর্জাতিক নং: ৪০৫২
কোন প্রাণের বিনাশ/রক্তপাত অবৈধ হওয়া প্রসঙ্গে
আবু ইসহাক (রাহঃ)-এর থেকে বর্ণনাকারীদের বর্ণনাভেদ
৪০৫৩. কুতায়বা (রাহঃ) ......... আব্দুর রহমান (রাহঃ) আবু ইসহাক থেকে, তিনি শা’বী থেকে এবং তিনি জারীর (রাযিঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন গোলাম মুশরিকদের দেশে পালিয়ে যায়, তখন তার রক্ত হালাল হয়ে যায়।
كتاب المحاربة / تحريم الدم
الِاخْتِلَافُ عَلَى أَبِي إِسْحَقَ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الشَّعْبِيِّ عَنْ جَرِيرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَبَقَ الْعَبْدُ إِلَى أَرْضِ الشِّرْكِ فَقَدْ حَلَّ دَمُهُ
তাহকীক:
হাদীস নং: ৪০৫৩
আন্তর্জাতিক নং: ৪০৫৩
কোন প্রাণের বিনাশ/রক্তপাত অবৈধ হওয়া প্রসঙ্গে
আবু ইসহাক (রাহঃ)-এর থেকে বর্ণনাকারীদের বর্ণনাভেদ
৪০৫৪. আহমাদ ইবনে হারব (রাহঃ) ......... ইসরাঈল (রাহঃ) আবু ইসহাক থেকে, তিনি জারীর (রাযিঃ) থেকে এবং তিনি নবী (ﷺ) থেকে। তিনি বলেন, যে গোলাম মুশরিকদের দেশে পালিয়ে যায়, তার রক্ত হালাল হয়ে যায়।
كتاب المحاربة / تحريم الدم
الِاخْتِلَافُ عَلَى أَبِي إِسْحَقَ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا قَاسِمٌ قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ جَرِيرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَبَقَ الْعَبْدُ إِلَى أَرْضِ الشِّرْكِ فَقَدْ حَلَّ دَمُهُ
তাহকীক:
হাদীস নং: ৪০৫৪
আন্তর্জাতিক নং: ৪০৫৪
কোন প্রাণের বিনাশ/রক্তপাত অবৈধ হওয়া প্রসঙ্গে
আবু ইসহাক (রাহঃ)-এর থেকে বর্ণনাকারীদের বর্ণনাভেদ
৪০৫৫. রবী’ ইবনে সুলাইমান (রাহঃ) ......... আব্দুর রহমান (রাহঃ) আবু ইসহাক থেকে, তিনি শা’বী থেকে এবং তিনি জারীর (রাযিঃ) থেকে। তিনি বলেন, যে গোলাম মুশরিকদের দেশে পালিয়ে যায়, তার রক্ত হালাল হয়ে যায়।
كتاب المحاربة / تحريم الدم
الِاخْتِلَافُ عَلَى أَبِي إِسْحَقَ
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ إِسْرَائِيلَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الشَّعْبِيِّ عَنْ جَرِيرٍ قَالَ أَيُّمَا عَبْدٍ أَبَقَ إِلَى أَرْضِ الشِّرْكِ فَقَدْ حَلَّ دَمُهُ
তাহকীক:
হাদীস নং: ৪০৫৫
আন্তর্জাতিক নং: ৪০৫৫
কোন প্রাণের বিনাশ/রক্তপাত অবৈধ হওয়া প্রসঙ্গে
আবু ইসহাক (রাহঃ)-এর থেকে বর্ণনাকারীদের বর্ণনাভেদ
৪০৫৬. সাফওয়ান ইবনে আমর (রাহঃ) ......... ইসরাঈল (রাহঃ) আবু ইসহাক থেকে, তিনি শা’বী থেকে, তিনি জারীর (রাযিঃ) থেকে। তিনি বলেন, যে গোলাম পালিয়ে মুশরিকদের দেশে চলে যায়, তার রক্ত হালাল হয়ে যায়।
كتاب المحاربة / تحريم الدم
الِاخْتِلَافُ عَلَى أَبِي إِسْحَقَ
أَخْبَرَنِي صَفْوَانُ بْنُ عَمْرٍو قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الشَّعْبِيِّ عَنْ جَرِيرٍ قَالَ أَيُّمَا عَبْدٍ أَبَقَ إِلَى أَرْضِ الشِّرْكِ فَقَدْ حَلَّ دَمُهُ
তাহকীক:
হাদীস নং: ৪০৫৬
আন্তর্জাতিক নং: ৪০৫৬
কোন প্রাণের বিনাশ/রক্তপাত অবৈধ হওয়া প্রসঙ্গে
আবু ইসহাক (রাহঃ)-এর থেকে বর্ণনাকারীদের বর্ণনাভেদ
৪০৫৭. আলী ইবনে হুজর (রাহঃ) ......... শারীক আবু ইসহাক থেকে তিনি আমির থেকে এবং তিনি জারীর (রাযিঃ) থেকে। তিনি বলেন, যে গোলাম তার মনিব হতে পালিয়ে যায়, এবং শক্রর সাথে মিলিত হয়, সে তার নিজের রক্ত হালাল করে দেয়।
كتاب المحاربة / تحريم الدم
الِاخْتِلَافُ عَلَى أَبِي إِسْحَقَ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ عَامِرٍ عَنْ جَرِيرٍ قَالَ أَيُّمَا عَبْدٍ أَبَقَ مِنْ مَوَالِيهِ وَلَحِقَ بِالْعَدُوِّ فَقَدْ أَحَلَّ بِنَفْسِهِ
তাহকীক: