কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৪৬. চোরের হাত কাটার বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৪ টি

হাদীস নং: ৪৯১৪
আন্তর্জাতিক নং: ৪৯১৪
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯১৪. কুতায়বা (রাহঃ) ......... হাফস ইবনে হাসসান (রাহঃ) যুহরী থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রাযিঃ) থেকে। রাসূলুল্লাহ্ (ﷺ) এক দীনারের এক-চতুর্থাংশের (চার ভাগের এক ভাগ) জন্য চোরের হাত কাটার নির্দেশ দেন।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ عَنْ حَفْصِ بْنِ حَسَّانَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَطَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رُبْعِ دِينَارٍ
হাদীস নং: ৪৯১৫
আন্তর্জাতিক নং: ৪৯১৫
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯১৫. হারূন ইবনে সাঈদ (রাহঃ) ......... ইউনুস (রাহঃ) ইবনে শিহাব (যুহরী) থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রাযিঃ) থেকে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ একটি ঢালের মূল্য অর্থাৎ এক দীনারের তিনভাগের একভাগ বা অর্ধ দীনার কিংবা এর অধিক না হলে চোরের হাত কাটা যাবে না।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَنْبَأَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنِي خَالِدُ بْنُ نِزَارٍ قَالَ حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَبْرُورٍ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُقْطَعُ الْيَدُ إِلَّا فِي ثَمَنِ الْمِجَنِّ ثُلُثِ دِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ فَصَاعِدًا
হাদীস নং: ৪৯১৬
আন্তর্জাতিক নং: ৪৯১৬
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯১৬. মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... ইউনুস (রাহঃ) যুহরী হতে, তিনি আমরা (রাহঃ) হতে এবং তিনি আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) তা থেকে বর্ণনা করেন, দীনারের চার ভাগের এক ভাগের জন্য চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ قَالَ أَنْبَأَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ عَنْ يُونُسَ عَنْ الزُّهْرِيِّ قَالَ قَالَتْ عَمْرَةُ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبْعِ دِينَارٍ
হাদীস নং: ৪৯১৭
আন্তর্জাতিক নং: ৪৯১৭
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯১৭. হারিস ইবনে মিসকীন (রাহঃ) ......... ইউনুস (রাহঃ) ইবনে শিহাব যুহরী হতে, তিনি আমরা (রাহঃ) হতে এবং তিনি আয়েশা (রাযিঃ) থেকে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ দীনারের এক-চতুর্থাংশ বা ততোধিকের জন্য চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ عَنْ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ وَعَمْرَةَ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا
হাদীস নং: ৪৯১৮
আন্তর্জাতিক নং: ৪৯১৮
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯১৮. হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... মা’মার (রাহঃ) যুহরী হতে, তিনি আমরা (রাহঃ) হতে এবং তিনি আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ দীনারের চতুর্থাংশ বা ততোধিকের জন্য চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ عَنْ سَعِيدٍ عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا
হাদীস নং: ৪৯১৯
আন্তর্জাতিক নং: ৪৯১৯
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯১৯. ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... মা’মার (রাহঃ) যুহরী হতে, তিনি আমরা (রাহঃ) হতে এবং তিনি আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ দীনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا
হাদীস নং: ৪৯২০
আন্তর্জাতিক নং: ৪৯২০
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯২০. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... মা’মার (রাহঃ) থেকে, তিনি ইবনে শিহাব যুহরী থেকে, তিনি আমরা (রাহঃ) থেকে এবং তিনি আয়েশা (রাযিঃ) থেকে। তিনি বলেনঃ দীনারের এক-চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ عَنْ مَعْمَرٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ تُقْطَعُ الْيَدُ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا
হাদীস নং: ৪৯২১
আন্তর্জাতিক নং: ৪৯২১
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯২১. ইসহাক ইন ইবরাহীম ও কুতায়বা (রাহঃ) ......... সুফয়ান (রাহঃ) যুহরী হতে, তিনি আমরা হতে এবং তিনি আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, দীনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ عَنْ سُفْيَانَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قُتَيْبَةُ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْطَعُ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا
হাদীস নং: ৪৯২২
আন্তর্জাতিক নং: ৪৯২২
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯২২. হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, দীনারের এক-চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা হবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ عَنْ سَعِيدٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا
হাদীস নং: ৪৯২৩
আন্তর্জাতিক নং: ৪৯২৩
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯২৩. ইয়াযীদ ইবনে মুহাম্মাদ ইবনে ফুযায়ল (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দীনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنِي يَزِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ قَالَ أَنْبَأَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا أَبَانُ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا
হাদীস নং: ৪৯২৪
আন্তর্জাতিক নং: ৪৯২৪
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯২৪. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আমরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আয়িশা (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ দীনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ تَقُولُ يُقْطَعُ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ هَذَا الصَّوَابُ مِنْ حَدِيثِ يَحْيَى
হাদীস নং: ৪৯২৫
আন্তর্জাতিক নং: ৪৯২৫
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯২৫. মুহাম্মাদ ইবনে আ’লা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দীনারের এক-চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ الْقَطْعُ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا
হাদীস নং: ৪৯২৬
আন্তর্জাতিক নং: ৪৯২৬
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯২৬. কুতায়বা (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দীনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ وَعَبْدِ رَبِّهِ وَرُزَيْقٍ صَاحِبِ أَيْلَةَ أَنَّهُمْ سَمِعُوا عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ الْقَطْعُ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا
হাদীস নং: ৪৯২৭
আন্তর্জাতিক নং: ৪৯২৭
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯২৭. হারিস ইবনে মিসকীন (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, অনেক দিন অতিবাহিত হয়নি, আর আমি ভুলেও যাইনি যে, দীনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্যই চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ عَنْ ابْنِ الْقَاسِمِ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا طَالَ عَلَيَّ وَلَا نَسِيتُ الْقَطْعُ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا