কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫০৫২
আন্তর্জাতিক নং: ৫০৫২
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
গোঁফ কাটা
৫০৫১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... ওয়ায়ল ইবনে হুজর (রাযিঃ) বলেন, আমি আমার মাথাভরা চুল নিয়েরাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট আসলে তিনি বললেনঃ অশুভ! আমি মনে করলাম, তিনি আমাকে বলছেন। সুতরাং, আমি চুল কেটে ফেললাম। তারপর আবার তাঁর নিকট গেলে তিনি বললেনঃ আমি তোমরা তোমাকে বলিনি। তবে এটা উত্তম।
كتاب الزينة
الْأَخْذُ مِنْ الشَّارِبِ
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ أَخُو قَبِيصَةَ وَمُعَاوِيَةُ بْنُ هِشَامٍ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِي شَعْرٌ فَقَالَ ذُبَابٌ فَظَنَنْتُ أَنَّهُ يَعْنِينِي فَأَخَذْتُ مِنْ شَعْرِي ثُمَّ أَتَيْتُهُ فَقَالَ لِي لَمْ أَعْنِكَ وَهَذَا أَحْسَنُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৫৩
আন্তর্জাতিক নং: ৫০৫৩
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
গোঁফ কাটা
৫০৫২. মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর চুল ছিল মধ্যম রকমের, অত্যধিক সোজাও না, আর অধিক কোঁকড়াও না।
كتاب الزينة
الْأَخْذُ مِنْ الشَّارِبِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ عَنْ أَنَسٍ قَالَ كَانَ شَعْرُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَعْرًا رَجْلًا لَيْسَ بِالْجَعْدِ وَلَا بِالسَّبْطِ بَيْنَ أُذُنَيْهِ وَعَاتِقِهِ
হাদীস নং: ৫০৫৪
আন্তর্জাতিক নং: ৫০৫৪
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
গোঁফ কাটা
৫০৫৩. কুতায়বা (রাহঃ) ......... হুমায়দ ইবনে আব্দুর রহমান হিমইয়ারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এমন এক ব্যক্তির সাথে, আমার সাক্ষাত হলো, যিনি আবু হুরায়রা (রাযিঃ)-এর মত চার বছর রাসূলুল্লাহ্ (ﷺ) এর সংসর্গ লাভ করেছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে রোজ চিরুণী করতে নিষেধ করেছেন।
كتاب الزينة
الْأَخْذُ مِنْ الشَّارِبِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ دَاوُدَ الْأَوْدِيِّ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ قَالَ لَقِيتُ رَجُلًا صَحِبَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ أَرْبَعَ سِنِينَ قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْتَشِطَ أَحَدُنَا كُلَّ يَوْمٍ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: