কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৩১০
আন্তর্জাতিক নং: ৫৩১০
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
রেশমী কাপড় পরার অনুমতি
৫৩০৯. ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) আব্দুর রহমান ইবনে আউফ এবং যুবায়র ইবনুল আওয়াম (রাযিঃ)-কে রেশমী জামা পরার অনুমতি দান করেছিলেন; কেননা তাদের খুজলী রোগ হয়েছিল।
كتاب الزينة
الرُّخْصَةُ فِي لُبْسِ الْحَرِيرِ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا عِيسَى بْنُ يُونُسَ قَالَ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْخَصَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَالزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ فِي قُمُصِ حَرِيرٍ مِنْ حِكَّةٍ كَانَتْ بِهِمَا
হাদীস নং: ৫৩১১
আন্তর্জাতিক নং: ৫৩১১
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
রেশমী কাপড় পরার অনুমতি
৫৩১০. নসর ইবনে আলী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) বলেন, নবী (ﷺ) আব্দুর রহমান এবং যুবাইর (রাযিঃ)-কে রেশমী কাপড়ের জামা ব্যবহারের অনুমতি দান করেন, তাদের খুজলীতে আক্রান্ত হওয়ার দরুন।
كتاب الزينة
الرُّخْصَةُ فِي لُبْسِ الْحَرِيرِ
أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا خَالِدٌ قَالَ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِعَبْدِ الرَّحْمَنِ وَالزُّبَيْرِ فِي قُمُصِ حَرِيرٍ كَانَتْ بِهِمَا يَعْنِي لِحِكَّةٍ
হাদীস নং: ৫৩১২
আন্তর্জাতিক নং: ৫৩১২
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
রেশমী কাপড় পরার অনুমতি
৫৩১১. ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু উসমান নাহদী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা উতবা ইবনে ফারকাদ (রাহঃ)-এর সাথে ছিলাম। এমন সময় উমর (রাযিঃ)-এর আদেশ পৌঁছলো, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রেশমী কাপড় শুধু ঐ ব্যক্তিই পরিধান করতে পারে, আখিরাতে যার এতে কোন অংশ নেই; তবে এতটুকু পরিমাণ। আবু উসমান (রাহঃ) বলেনঃ তিনি বৃদ্ধাঙ্গুলির সংলগ্ন অঙ্গুলীদ্বয় দ্বারা ইঙ্গিত করলেন। আমার মনে হলো তা চাদরের প্রান্ত ভাগ হবে। অবশেষে আমি যখন চাদর দেখলাম, তখন নিশ্চিত হলাম।
كتاب الزينة
الرُّخْصَةُ فِي لُبْسِ الْحَرِيرِ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ قَالَ كُنَّا مَعَ عُتْبَةَ بْنِ فَرْقَدٍ فَجَاءَ كِتَابُ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَلْبَسُ الْحَرِيرَ إِلَّا مَنْ لَيْسَ لَهُ مِنْهُ شَيْءٌ فِي الْآخِرَةِ إِلَّا هَكَذَا وَقَالَ أَبُو عُثْمَانَ بِأُصْبُعَيْهِ اللَّتَيْنِ تَلِيَانِ الْإِبْهَامَ فَرَأَيْتُهُمَا أَزْرَارَ الطَّيَالِسَةِ حَتَّى رَأَيْتُ الطَّيَالِسَةَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩১৩
আন্তর্জাতিক নং: ৫৩১৩
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
রেশমী কাপড় পরার অনুমতি
৫৩১২. আব্দুল হামিদ ইবনে মুহাম্মাদ ও আহমদ ইবনে সুলায়মান (রাহঃ) ......... উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি রেশমী কাপড় চার আঙ্গুলের বেশী ব্যবহার অনুমতি দেন নি।
كتاب الزينة
الرُّخْصَةُ فِي لُبْسِ الْحَرِيرِ
أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا مَخْلَدٌ قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ وَبَرَةَ عَنْ الشَّعْبِيِّ عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ ح وَأَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ أَبِي حَصِينٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ عَنْ عُمَرَ أَنَّهُ لَمْ يُرَخِّصْ فِي الدِّيبَاجِ إِلَّا مَوْضِعَ أَرْبَعِ أَصَابِعَ