কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৫১. বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৭৪৭
আন্তর্জাতিক নং: ৫৭৪৭
বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান
নাবীযের ব্যাপারে ইবরাহীমের থেকে বর্ণনাকারীদের মতপার্থক্য
৫৭৪৭. আবু বকর ইবনে আলী (রাহঃ) ......... ফুযায়ল ইবনে আমর ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, লোকে মনে করতো, যে ব্যক্তি কোন প্রকার পানীয় পান করার ফলে নেশাগ্রস্থ হয়ে পড়ে, সে যেন আবার তা পান না করে।
كتاب الأشربة
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى إِبْرَاهِيمَ فِي النَّبِيذِ
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ قَالَ حَدَّثَنَا حَسَنُ بْنُ عَمْرٍو عَنْ فُضَيْلِ بْنِ عَمْرٍو عَنْ إِبْرَاهِيمَ قَالَ كَانُوا يَرَوْنَ أَنَّ مَنْ شَرِبَ شَرَابًا فَسَكِرَ مِنْهُ لَمْ يَصْلُحْ لَهُ أَنْ يَعُودَ فِيهِ
হাদীস নং: ৫৭৪৮
আন্তর্জাতিক নং: ৫৭৪৮
বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান
নাবীযের ব্যাপারে ইবরাহীমের থেকে বর্ণনাকারীদের মতপার্থক্য
৫৭৪৮. সুওয়ায়দ (রাহঃ) ......... আবু মা’শার ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, পাকানো নাবীযে কোন ক্ষতি নেই।
كتاب الأشربة
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى إِبْرَاهِيمَ فِي النَّبِيذِ
أَخْبَرَنَا سُوَيْدٌ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ عَنْ سُفْيَانَ عَنْ مُغِيرَةَ عَنْ أَبِي مَعْشَرٍ عَنْ إِبْرَاهِيمَ قَالَ لَا بَأْسَ بِنَبِيذِ الْبُخْتُجِ
হাদীস নং: ৫৭৪৯
আন্তর্জাতিক নং: ৫৭৪৯
বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান
নাবীযের ব্যাপারে ইবরাহীমের থেকে বর্ণনাকারীদের মতপার্থক্য
৫৭৪৯. সুওয়ায়দ (রাহঃ) ......... আবু মিসকীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবরাহীম (রাহঃ)-কে জিজ্ঞাসা করলামঃ আমরা মদ অথবা দ্রাক্ষারসের তলানী পরিষ্কার করি, তারপর তিন দিন পর্যন্ত তাতে মনাক্কা ভিজিয়ে রাখি। তিন দিন পর তা পরিষ্কার করে রেখে দেই, যেন তা তীব্র হয়ে যায়। ইবরাহীম (রাহঃ) বলেনঃ এটা মাকরূহ।
كتاب الأشربة
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى إِبْرَاهِيمَ فِي النَّبِيذِ
أَخْبَرَنَا سُوَيْدٌ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ عَنْ أَبِي عَوَانَةَ عَنْ أَبِي مِسْكِينٍ قَالَ سَأَلْتُ إِبْرَاهِيمَ قُلْتُ إِنَّا نَأْخُذُ دُرْدِيَّ الْخَمْرِ أَوْ الطِّلَاءِ فَنُنَظِّفُهُ ثُمَّ نَنْقَعُ فِيهِ الزَّبِيبَ ثَلَاثًا ثُمَّ نُصَفِّيهِ ثُمَّ نَدَعُهُ حَتَّى يَبْلُغَ فَنَشْرَبُهُ قَالَ يُكْرَهُ
হাদীস নং: ৫৭৫০
আন্তর্জাতিক নং: ৫৭৫০
বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান
নাবীযের ব্যাপারে ইবরাহীমের থেকে বর্ণনাকারীদের মতপার্থক্য
৫৭৫০. ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইবনে শুবরুমা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলা ইবরাহীমের উপর রহম করুন। লোক নাবীযের ব্যাপারে কঠোরতা আরােপ করতে অথচ তিনি তা সহজ করে দিয়েছেন।
كتاب الأشربة
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى إِبْرَاهِيمَ فِي النَّبِيذِ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ عَنْ ابْنِ شُبْرُمَةَ قَالَ رَحِمَ اللَّهُ إِبْرَاهِيمَ شَدَّدَ النَّاسُ فِي النَّبِيذِ وَرَخَّصَ فِيهِ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৫৭৫১
আন্তর্জাতিক নং: ৫৭৫১
বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান
নাবীযের ব্যাপারে ইবরাহীমের থেকে বর্ণনাকারীদের মতপার্থক্য
৫৭৫১. উবায়দুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু উসমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ)-কে বলতে শুনেছিঃ আমি ইবরাহীম (রাহঃ) ব্যতীত অন্য কাউকে মাদকদ্রব্যের অনুমতি দিতে শুনিনি।
كتاب الأشربة
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى إِبْرَاهِيمَ فِي النَّبِيذِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ عَنْ أَبِي أُسَامَةَ قَالَ سَمِعْتُ ابْنَ الْمُبَارَكِ يَقُولُ مَا وَجَدْتُ الرُّخْصَةَ فِي الْمُسْكِرِ عَنْ أَحَدٍ صَحِيحًا إِلَّا عَنْ إِبْرَاهِيمَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৭৫২
আন্তর্জাতিক নং: ৫৭৫২
বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান
নাবীযের ব্যাপারে ইবরাহীমের থেকে বর্ণনাকারীদের মতপার্থক্য
৫৭৫২. উবায়দুল্লাহ ইবনে সা’দ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু উসামা (রাহঃ)-কে বলতে শুনেছি, শাম, মিসর, ইয়ামন ও হিজাযে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ)-এর চাইতে জ্ঞান-পিপাসু আর কাউকে দেখিনি।
كتاب الأشربة
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى إِبْرَاهِيمَ فِي النَّبِيذِ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ سَمِعْتُ أَبَا أُسَامَةَ يَقُولُ مَا رَأَيْتُ رَجُلًا أَطْلَبَ لِلْعِلْمِ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الشَّامَاتِ وَمِصْرَ وَالْيَمَنَ وَالْحِجَازَ