কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ২৮১
আন্তর্জাতিক নং: ২৮১
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পবিত্রতার সওয়াব
২৮১।আবু বকর ইবনে আবু শায়বা(রাহঃ).........আবু হুরায়রা(রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন উত্তমরূপে উযূ করে, এরপর সে সালাত আদায়ের জন্য মসজিদে আগমন করে, মহান আল্লাহ্ তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে মসজিদে প্রবেশ করা পর্যন্ত তার একটি মর্যাদা বুলন্দ করে দেন এবং একটি গুনাহ মাফ করে দেন।
أبواب الطهارة وسننها
بَاب ثَوَابِ الطُّهُورِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْمَسْجِدَ لاَ يَنْهَزُهُ إِلاَّ الصَّلاَةُ لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ " .
তাহকীক:
হাদীস নং: ২৮২
আন্তর্জাতিক নং: ২৮২
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পবিত্রতার সওয়াব
২৮২।সুওয়াইদ ইবনে সায়ীদ(রাহঃ)........আব্দুল্লাহ সুনাবিহী(রাযিঃ) এর সূত্রে রাসূলুল্লাহ(ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি উযূ করে এবং এর জন্য কুলি করে এবং নাকে পানি পৌঁছায়, তার গুনাহসমূহ মুখ ও নাক দিয়ে বের হয়ে যায়। যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার গুনাহসমূহ মুখমণ্ডল থেকে বের হয়ে যায়, এমনকি তার দু'চোখের ভ্রুর নিম্নাংশ থেকেও গুনাহ বেরিয়ে যাবে। যখন সে তার উভয় হাত ধৌত করে, তখন তার দু'হাত থেকে গুনাহ্ বেরিয়ে যায়। এরপর যখন সে তমাথা মাসেহ করে, তখন তার মাথা হতে গুনাহসমূহ ঝরে যায়, এমনকি তার কর্ণদ্বয় থেকেও গুনাহসমহ ঝরে যায়। যখন সে তার উভয় পা ধৌত করে, তখন তার উভয় পা থেকে গুনাহসমূহ ঝরে যায়
এমনকি তার দু’পায়ের নখের নিম্নভাগ থেকেও গুনাহ ঝরে যায়। এরপর তার সালাত আদায় করা এবং মসজিদের দিকে আসার সওয়াব (উল্লিখিত বিষয়ের) অতিরিক্ত।
এমনকি তার দু’পায়ের নখের নিম্নভাগ থেকেও গুনাহ ঝরে যায়। এরপর তার সালাত আদায় করা এবং মসজিদের দিকে আসার সওয়াব (উল্লিখিত বিষয়ের) অতিরিক্ত।
أبواب الطهارة وسننها
بَاب ثَوَابِ الطُّهُورِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ تَوَضَّأَ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ فَمِهِ وَأَنْفِهِ فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ وَجْهِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ يَدَيْهِ فَإِذَا مَسَحَ رَأْسَهُ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ رَأْسِهِ حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ رِجْلَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ وَكَانَتْ صَلاَتُهُ وَمَشْيُهُ إِلَى الْمَسْجِدِ نَافِلَةً " .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ২৮৩
আন্তর্জাতিক নং: ২৮৩
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পবিত্রতার সওয়াব
২৮৩। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ……. আমর ইবন আবাসাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ বান্দা যখন উযূ করে এবং তার উভয় হাত ধৌত করে, তখন তার দু'হাত থেকে সমস্ত গুনাহ ঝরে যায়। যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার মুখমণ্ডল থেকে সমস্ত গুনাহ্ ঝরে যায়। যখন সে তার উভয় হাত ধৌত করে (কব্জি থেকে কনুই পর্যন্ত) এবং তার মাথা মাসেহ করে, তখন হাতের কনুই ও মাথা থেকে গুনাহসমূহ ঝরে যায়। এরপর যখন সে তার উভয় পা ধৌত করে, তখন তার দু'পা থেকে গুনাহসমূহ ঝরে যায়।
أبواب الطهارة وسننها
بَاب ثَوَابِ الطُّهُورِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا غُنْدَرٌ، مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ يَزِيدَ بْنِ طَلْقٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ الْعَبْدَ إِذَا تَوَضَّأَ فَغَسَلَ يَدَيْهِ خَرَّتْ خَطَايَاهُ مِنْ يَدَيْهِ فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَّتْ خَطَايَاهُ مِنْ وَجْهِهِ فَإِذَا غَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ خَرَّتْ خَطَايَاهُ مِنْ ذِرَاعَيْهِ وَرَأْسِهِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَّتْ خَطَايَاهُ مِنْ رِجْلَيْهِ " .
হাদীস নং: ২৮৪
আন্তর্জাতিক নং: ২৮৪
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পবিত্রতার সওয়াব
২৮৪। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া নিশাপুরী (রাহঃ) …... যির ইবন হুবায়শ (রাহঃ) থেকে বর্ণিত। 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) বলেছেনঃ প্রশ্ন করা হলো ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি আপনার উম্মতের সে সব লোককে কিভাবে চিনবেন, যাদের আপনি দেখেন নাই? তিনি বললেনঃ উযুর কারণে তাদের চেহারা ও অঙ্গ-প্রত্যঙ্গ হতে যে নূর বের হবে, তা দেখে।
আবুল হাসান কাত্তান (রাহঃ) আবুল ওয়ালীদ (রাযিঃ) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
আবুল হাসান কাত্তান (রাহঃ) আবুল ওয়ালীদ (রাযিঃ) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
أبواب الطهارة وسننها
بَاب ثَوَابِ الطُّهُورِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمَّتِكَ قَالَ " غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ مِنْ آثَارِ الطُّهُورِ " .
قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ حَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، فَذَكَرَ مِثْلَهُ .
قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ حَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، فَذَكَرَ مِثْلَهُ .
তাহকীক:
হাদীস নং: ২৮৫
আন্তর্জাতিক নং: ২৮৫
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পবিত্রতার সওয়াব
২৮৫। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ)...... 'উসমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম হুমরান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি 'উসমান ইবন আফফান (রাযিঃ)-কে একস্থানে বসা অবস্থায় দেখলাম। তখন তিনি উযূর জন্য পানি চাইলেন এবং উযূ করলেন। এরপর তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে আমার এ স্থানে বসে আমার ন্যায় উযু করতে দেখেছি। এরপর তিনি বললেনঃ যে ব্যক্তি আমার এ উযূর ন্যায় উযূ করবে, তার পূর্বেকার সমস্ত গুনাহ্ ক্ষমা করে দেয়া হবে। রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলেছেনঃ তোমরা এতে ধোকায় পড়ো না। (অর্থাৎ এ ফযীলতের উপর নির্ভর করে অন্যান্য নেককাজ থেকে বিরত থাকবে না)।
হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… উসমান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত হয়েছে।
হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… উসমান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত হয়েছে।
أبواب الطهارة وسننها
بَاب ثَوَابِ الطُّهُورِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي شَقِيقُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنِي حُمْرَانُ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ قَاعِدًا فِي الْمَقَاعِدِ فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي مَقْعَدِي هَذَا تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا ثُمَّ قَالَ " مَنْ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " . وَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " وَلاَ تَغْتَرُّوا " .
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ، حَدَّثَنِي حُمْرَانُ، عَنْ عُثْمَانَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ .
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ، حَدَّثَنِي حُمْرَانُ، عَنْ عُثْمَانَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ .
তাহকীক:
বর্ণনাকারী: