কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৩১৭
আন্তর্জাতিক নং: ৩১৭
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পেশাব-পায়খানার সময় কিবলামুখী হওয়া নিষেধ।
৩১৭। মুহাম্মাদ ইবন রুমহ মিসরী (রাহঃ) ............ 'আব্দুল্লাহ্ ইবন হারিস ইবন জায যুবায়দী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমিই প্রথম ব্যক্তি যে নবী করীম (ﷺ)-কে বলতে শুনেছেঃ তোমাদের কেউ যেন কিবলামুখী হয়ে পেশাব না করে। আর আমিই প্রথম ব্যক্তি যে এই বিষয়ে লোকদের কাছে হাদীস বর্ণনা করেছে।
أبواب الطهارة وسننها
بَاب النَّهْيِ عَنْ اسْتِقْبَالِ الْقِبْلَةِ بِالْغَائِطِ وَالْبَوْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ بْنِ جَزْءٍ الزُّبَيْدِيَّ، يَقُولُ أَنَا أَوَّلُ، مَنْ سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ " . وَأَنَا أَوَّلُ مَنْ حَدَّثَ النَّاسَ بِذَلِكَ .
তাহকীক:
হাদীস নং: ৩১৮
আন্তর্জাতিক নং: ৩১৮
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পেশাব-পায়খানার সময় কিবলামুখী হওয়া নিষেধ।
৩১৮। আবু তাহির, আহমদ ইবন 'আমর ইবন সারাহ (রাহঃ) …… 'আতা ইবন ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আবু আয়্যূব আনসারী (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কিবলামুখী হয়ে ইস্তিনজাখানায় যেতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেনঃ তোমরা পূর্ব অথবা পশ্চিমমুখী হয়ে ইস্তিনজা করবে।
أبواب الطهارة وسننها
بَاب النَّهْيِ عَنْ اسْتِقْبَالِ الْقِبْلَةِ بِالْغَائِطِ وَالْبَوْلِ
حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، أَنَّهُ سَمِعَ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَسْتَقْبِلَ الَّذِي يَذْهَبُ إِلَى الْغَائِطِ الْقِبْلَةَ وَقَالَ " شَرِّقُوا أَوْ غَرِّبُوا " .
তাহকীক:
হাদীস নং: ৩১৯
আন্তর্জাতিক নং: ৩১৯
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পেশাব-পায়খানার সময় কিবলামুখী হওয়া নিষেধ।
৩১৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .......... নবী (ﷺ)-এর সাহাবী মা'কাল ইবন আবু মা'কাল আসাদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের দুই কিবলার দিকে মুখ করে পায়খানা কিংবা পেশাব করতে নিষেধ করেছেন।
أبواب الطهارة وسننها
بَاب النَّهْيِ عَنْ اسْتِقْبَالِ الْقِبْلَةِ بِالْغَائِطِ وَالْبَوْلِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ يَحْيَى الْمَازِنِيُّ، عَنْ أَبِي زَيْدٍ، مَوْلَى الثَّعْلَبِيِّينَ عَنْ مَعْقِلِ بْنِ أَبِي مَعْقِلٍ الأَسَدِيِّ، وَقَدْ صَحِبَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَتَيْنِ بِغَائِطٍ أَوْ بِبَوْلٍ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩২০
আন্তর্জাতিক নং: ৩২০
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পেশাব-পায়খানার সময় কিবলামুখী হওয়া নিষেধ।
৩২০। 'আব্বাস ইবন ওয়ালিদ দিমাশকী (রাহঃ) ............. আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ্ (ﷺ)-এর উপর সাক্ষা দেন যে, তিনি আমাদের কিবলার দিকে মুখ করে পেশাব ও পায়খানা করতে নিষেধ করেছেন।
أبواب الطهارة وسننها
بَاب النَّهْيِ عَنْ اسْتِقْبَالِ الْقِبْلَةِ بِالْغَائِطِ وَالْبَوْلِ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، أَنَّهُ شَهِدَ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ نَهَى أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بِبَوْلٍ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩২১
আন্তর্জাতিক নং: ৩২১
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পেশাব-পায়খানার সময় কিবলামুখী হওয়া নিষেধ।
৩২১। আবুল হাসান ইবন সালামা (রাহঃ) …… জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আবু সায়ীদ খুদরী (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ রাসুলুল্লাহ্ (ﷺ) আমাকে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন এবং তিনি আমাকে কিবলামুখী হয়ে পেশাব করতেও নিষেধ করেছেন।
أبواب الطهارة وسننها
بَاب النَّهْيِ عَنْ اسْتِقْبَالِ الْقِبْلَةِ بِالْغَائِطِ وَالْبَوْلِ
قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ وَحَدَّثَنَاهُ أَبُو سَعْدٍ، عُمَيْرُ بْنُ مِرْدَاسٍ الدَّوْنَقِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ أَبُو يَحْيَى الْبَصْرِيُّ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَانِي أَنْ أَشْرَبَ قَائِمًا وَأَنْ أَبُولَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ .
তাহকীক:
বর্ণনাকারী: