কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৭০
আন্তর্জাতিক নং: ৩৭০
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
নারীর ব্যবহৃত উদ্বৃত্ত পানি দ্বারা উযু করার অনুমতি
৩৭০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)-এর কোন এক সহধর্মিণী একটি বড় পাত্রের পানিতে গোসল করেন। এরপর নবী (ﷺ) গোসল অথবা উযূ করার জন্য এলেন। তখন তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমি অপবিত্র ছিলাম (এবং এই পাত্রের পানি দিয়ে গোসল করেছি)। তখন তিনি বললেনঃ পানি অপবিত্র হয় না।
أبواب الطهارة وسننها
بَاب الرُّخْصَةِ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي جَفْنَةٍ فَجَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ لِيَغْتَسِلَ أَوْ يَتَوَضَّأَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ جُنُبًا . فَقَالَ " الْمَاءُ لاَ يُجْنِبُ " .
তাহকীক:
হাদীস নং: ৩৭১
আন্তর্জাতিক নং: ৩৭১
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
নারীর ব্যবহৃত উদ্বৃত্ত পানি দ্বারা উযু করার অনুমতি
৩৭১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-এর কোন এক সহধর্মিণী জানাবাতের গোসল করেন। এরপর নবী (ﷺ) তাঁর গোসলের উদ্বৃত্ত পানি দিয়ে উযূ অথবা গোসল করেন।
أبواب الطهارة وسننها
بَاب الرُّخْصَةِ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً، مِنْ أَزْوَاجِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ اغْتَسَلَتْ مِنْ جَنَابَةٍ فَتَوَضَّأَ أَوِ اغْتَسَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ مِنْ فَضْلِ وَضُوئِهَا .
তাহকীক:
হাদীস নং: ৩৭২
আন্তর্জাতিক নং: ৩৭২
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
নারীর ব্যবহৃত উদ্বৃত্ত পানি দ্বারা উযু করার অনুমতি
৩৭২। মুহাম্মাদ ইবন মুসান্না, মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া ও ইসহাক ইবন মনসুর.... নবী (ﷺ)-এর সহধর্মিণী মায়মূনা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) তাঁর (জানাবাতের) গোসলের উদ্বৃত্ত পানি দিয়ে উযূ করেন।
أبواب الطهارة وسننها
بَاب الرُّخْصَةِ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ بِفَضْلِ غُسْلِهَا مِنَ الْجَنَابَةِ .
তাহকীক: