কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৮১
আন্তর্জাতিক নং: ৩৮১
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
স্বামী-স্ত্রী একই পাত্রের পানিতে উযূ করা
৩৮১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ……. ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যামানায় নর এবং নারীরা একই পাত্রের পানিতে উযূ করতেন।
أبواب الطهارة وسننها
بَاب الرَّجُلِ وَالْمَرْأَةِ يَتَوَضَّآَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ إِنَاءٍ وَاحِدٍ .
তাহকীক:
হাদীস নং: ৩৮২
আন্তর্জাতিক নং: ৩৮২
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
স্বামী-স্ত্রী একই পাত্রের পানিতে উযূ করা
৩৮২। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) ….. উম্মু সুবাইয়া জুহানিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ অনেক সময় আমার হাত এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাত একই পাত্রে উযূ করার সময় টককর লেগে যেত।
أبواب الطهارة وسننها
بَاب الرَّجُلِ وَالْمَرْأَةِ يَتَوَضَّآَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ سَالِمٍ أَبِي النُّعْمَانِ، - وَهُوَ ابْنُ سَرْجٍ - عَنْ أُمِّ صُبَيَّةَ الْجُهَنِيَّةِ، قَالَتْ رُبَّمَا اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي الْوُضُوءِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ .
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ ابْنُ مَاجَهْ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ أُمُّ صُبَيَّةَ هِيَ خَوْلَةُ بِنْتُ قَيْسٍ . فَذَكَرْتُ لأَبِي زُرْعَةَ فَقَالَ صَدَقَ .
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ ابْنُ مَاجَهْ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ أُمُّ صُبَيَّةَ هِيَ خَوْلَةُ بِنْتُ قَيْسٍ . فَذَكَرْتُ لأَبِي زُرْعَةَ فَقَالَ صَدَقَ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৮৩
আন্তর্জাতিক নং: ৩৮৩
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
স্বামী-স্ত্রী একই পাত্রের পানিতে উযূ করা
৩৮৩। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) .... 'আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তাঁরা উভয়ে [তিনি এবং নবী (ﷺ)| সালাতের জন্য একত্রে উযূ করতেন।
أبواب الطهارة وسننها
بَاب الرَّجُلِ وَالْمَرْأَةِ يَتَوَضَّآَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ عَمْرِو بْنِ هَرَمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُمَا كَانَا يَتَوَضَّآنِ جَمِيعًا لِلصَّلاَةِ .
তাহকীক: