কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৪৪৩
আন্তর্জাতিক নং: ৪৪৩
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
উভয় কান মাথার অন্তর্ভূক্ত
৪৪৩। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ) ….. আব্দুল্লাহ ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উভয় কান মাথার অন্তর্ভুক্ত।
أبواب الطهارة وسننها
بَاب الْأُذُنَانِ مِنْ الرَّأْسِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الأُذُنَانِ مِنَ الرَّأْسِ " .
তাহকীক:
হাদীস নং: ৪৪৪
আন্তর্জাতিক নং: ৪৪৪
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
উভয় কান মাথার অন্তর্ভূক্ত
৪৪৪। মুহাম্মাদ ইবন যিয়াদ (রাহঃ) ….. আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উভয় কান মাথার অন্তর্ভুক্ত। আর তিনি তাঁর মাথা একবার মাসেহ করতেন এবং নাক সংলগ্ন চোখের কোটরদ্বয় মাসেহ করতেন।
أبواب الطهارة وسننها
بَاب الْأُذُنَانِ مِنْ الرَّأْسِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سِنَانِ بْنِ رَبِيعَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " الأُذُنَانِ مِنَ الرَّأْسِ " . وَكَانَ يَمْسَحُ رَأْسَهُ مَرَّةً وَكَانَ يَمْسَحُ الْمَأْقَيْنِ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৪৫
আন্তর্জাতিক নং: ৪৪৫
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
উভয় কান মাথার অন্তর্ভূক্ত
৪৪৫। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উভয় কান মাথার অন্তর্ভুক্ত
أبواب الطهارة وسننها
بَاب الْأُذُنَانِ مِنْ الرَّأْسِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحُصَيْنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُلاَثَةَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الأُذُنَانِ مِنَ الرَّأْسِ " .
তাহকীক: