কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৩. আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭২৯
আন্তর্জাতিক নং: ৭২৯
আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
ইকামতের শব্দ একবার-একবার বলা
৭২৯। 'আব্দুল্লাহ্ ইবন জাররাহ (রাহঃ) ......... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহাবীরা এমন কিছু তালাশ করছিল, যার মাধ্যমে তারা সালাতের জামায়াত সম্পর্কে জানতে পাবে। তখন বিলাল (রাযিঃ)-কে আযানের শব্দ দু-দুবার করে এবং ইকামতের শব্দ এক-একবার করে বলার নির্দেশ দেওয়া হলো।
أبواب الأذان والسنة فيه
بَاب إِفْرَادِ الْإِقَامَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ الْتَمَسُوا شَيْئًا يُؤْذِنُونَ بِهِ عِلْمًا لِلصَّلاَةِ فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَيُوتِرَ الإِقَامَةَ ‏.‏
হাদীস নং: ৭৩০
আন্তর্জাতিক নং: ৭৩০
আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
ইকামতের শব্দ একবার-একবার বলা
৭৩০। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ)...আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বিলাল (রাযিঃ)-কে আযানের শব্দ জোড় সংখ্যায় এবং ইকামতের শব্দ বেজোড় সংখ্যায় বলার জন্য নির্দেশ দেওয়া হলো।
أبواب الأذان والسنة فيه
بَاب إِفْرَادِ الْإِقَامَةِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَيُوتِرَ الإِقَامَةَ ‏.‏
হাদীস নং: ৭৩১
আন্তর্জাতিক নং: ৭৩১
আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
ইকামতের শব্দ একবার-একবার বলা
৭৩১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ........ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মুয়াযযিন আম্মার ইবন সা'দ (রাযিঃ)-এর পিতামহ থেকে বর্ণিত যে, বিলাল (রাযিঃ)-এর আযান ছিল দুই-দুই শব্দ বিশিষ্ট এবং ইকামত ছিল এক-এক শব্দ বিশিষ্ট।
أبواب الأذان والسنة فيه
بَاب إِفْرَادِ الْإِقَامَةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ، مُؤَذِّنِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ أَذَانَ بِلاَلٍ كَانَ مَثْنَى مَثْنَى وَإِقَامَتُهُ مُفْرَدَةً ‏.‏
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৭৩২
আন্তর্জাতিক নং: ৭৩২
আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
ইকামতের শব্দ একবার-একবার বলা
৭৩২ | আবু বদর 'আব্বাদ ইবন ওয়ালীদ (রাহঃ) ….. আবু রাফে' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বিলাল (রাযিঃ)-কে রাসূলাল্লাহ (ﷺ)-এর সামনে আযানে প্রতিটি কলেমা দুইবার করে এবং ইকামতে প্রতিটি কলেমা একবার করে বলতে দেখেছি।
أبواب الأذان والسنة فيه
بَاب إِفْرَادِ الْإِقَامَةِ
حَدَّثَنَا أَبُو بَدْرٍ، عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنِي مَعْمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، مَوْلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَنِي أَبِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي رَافِعٍ قَالَ رَأَيْتُ بِلاَلاً يُؤَذِّنُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَثْنَى مَثْنَى وَيُقِيمُ وَاحِدَةً ‏.‏