কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৪. মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৪২
আন্তর্জাতিক নং: ৭৪২
মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
মসজিদ নির্মাণের বৈধ স্থান
৭৪২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-এর মসজিদের স্থানটি ছিল বানূ নাজ্জার গোত্রের। সেখানে কিছু খেজুর গাছ এবং মুশরিকদের কবর ছিল। নবী (ﷺ) তাদের বললেনঃ তোমরা এই জমিটি আমার কাছে বিক্রি কর। তারা বললেনঃ আমরা কখনো এর বিনিময় মূলা গ্রহণ করবো না। রাবী বলেন তখন নবী (ﷺ) মসজিদ নির্মাণের কাজে হাত দেন এবং তাঁরা [সাহাবায়ে কিরাম (রাযিঃ)] গর্ত করে মাটি ভরাট করছিলেন। এই সময় নবী (ﷺ) এই দু'আ পড়তেনঃ
الا ان العيش عيش الأخرة * فاغفر للأنصار والمهاجرة
জেনে রাখ! আখিরাতের জীবনই প্রকৃত জীবন। (ইয়া আল্লাহ্!) আপনি আনসার ও মুহাজিরদের ক্ষমা করুন। (রাবী বলেনঃ) এর পূর্বে যেখানে সালাতের সময় উপস্থিত হতো, নবী (ﷺ) সেখানেই সালাত আদায় করতেন।
أبواب المساجد والجماعات
بَاب أَيْنَ يَجُوزُ بِنَاءُ الْمَسَاجِدِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ الضُّبَعِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ مَوْضِعُ مَسْجِدِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ لِبَنِي النَّجَّارِ وَكَانَ فِيهِ نَخْلٌ وَمَقَابِرُ لِلْمُشْرِكِينَ فَقَالَ لَهُمُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ ثَامِنُونِي بِهِ ‏"‏ ‏.‏ قَالُوا لاَ نَأْخُذُ لَهُ ثَمَنًا أَبَدًا ‏.‏ قَالَ فَكَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَبْنِيهِ وَهُمْ يُنَاوِلُونَهُ وَالنَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ أَلاَ إِنَّ الْعَيْشَ عَيْشُ الآخِرَةِ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَةِ ‏"‏ ‏.‏ قَالَ وَكَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي قَبْلَ أَنْ يَبْنِيَ الْمَسْجِدَ حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلاَةُ ‏.‏
হাদীস নং: ৭৪৩
আন্তর্জাতিক নং: ৭৪৩
মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
মসজিদ নির্মাণের বৈধ স্থান
৭৪৩। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ......... 'উসমান ইবন আবুল আ'স (রাযিঃ) থেকে বর্ণিত যে, তায়েফবাসীর প্রতিমা যেখানে ছিল, রাসূলুল্লাহ (ﷺ) 'উসমান ইবন আবুল আ'স (রাযিঃ)-কে সেখানে মসজিদ নির্মাণের নির্দেশ দেন।
أبواب المساجد والجماعات
بَاب أَيْنَ يَجُوزُ بِنَاءُ الْمَسَاجِدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو هَمَّامٍ الدَّلاَّلُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ السَّائِبِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عِيَاضٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَهُ أَنْ يَجْعَلَ مَسْجِدَ الطَّائِفِ حَيْثُ كَانَ طَاغِيَتُهُمْ ‏.‏
হাদীস নং: ৭৪৪
আন্তর্জাতিক নং: ৭৪৪
মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
মসজিদ নির্মাণের বৈধ স্থান
৭৪৪। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)......ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁকে সে দেয়াল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেখানে ময়লা আবর্জনা রাখা হতো। তখন তিনি নবী (ﷺ)-এর উদ্ধৃতি দিয়ে বললেনঃ কয়েকবার পানি ঢেলে দেওয়ার পর তোমরা সেখানে সালাত আদায় করবে।
أبواب المساجد والجماعات
بَاب أَيْنَ يَجُوزُ بِنَاءُ الْمَسَاجِدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَسُئِلَ، عَنِ الْحِيطَانِ، تُلْقَى فِيهَا الْعَذِرَاتُ فَقَالَ ‏ "‏ إِذَا سُقِيَتْ مِرَارًا فَصَلُّوا فِيهَا ‏"‏ ‏.‏ يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏