কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮০৭
আন্তর্জাতিক নং: ৮০৭
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সালাতের মধ্যে পানাহ চাওয়া
৮০৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ....... জুবায়র ইবন মুত'য়িম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখেছি, যখন তিনি সালাত শুরু করতেন, তখন الله اكبر كبيرا তিনবার الحمد لله كثيرا তিনবার এবং وسبحان الله بكرة واصيلا তিনবার বলতেন। তিনি আরো বলতেনঃ اللهم إني أعوذ بك من الشيطان الرجيم من مزم ونفخه ونقه "হে আল্লাহ্! আমি বিতাড়িত শয়তানের শয়তানী, তার অশ্লীল কবিতা এবং তার অহংকার হতে আপনার নিকট পানাহ চাচ্ছি।"
'আমর (রাহঃ) বলেনঃ هعزه অর্থ তার শয়তানী; نفثه অর্থ তার অশ্লীল কবিতা এবং نفخه এটি অর্থ
তার অহমিকা।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الِاسْتِعَاذَةِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَاصِمٍ الْعَنَزِيِّ، عَنِ ابْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حِينَ دَخَلَ فِي الصَّلاَةِ قَالَ ‏ "‏ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا اللَّهُ أَكْبَرُ كَبِيرًا - ثَلاَثًا - الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا - ثَلاَثًا - سُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً - ثَلاَثَ مَرَّاتٍ - اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ ‏"‏ ‏.‏ قَالَ عَمْرٌو هَمْزُهُ الْمُوتَةُ وَنَفْثُهُ الشِّعْرُ وَنَفْخُهُ الْكِبْرُ ‏.‏
হাদীস নং: ৮০৮
আন্তর্জাতিক নং: ৮০৮
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সালাতের মধ্যে পানাহ চাওয়া
৮০৮। 'আলী ইবন মুনযির (রাহঃ) ........ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলতেনঃ
اللهم إني أعوذ بك من الشيطان الرجيم ، من همزه ونفخه ونفثه
রাবী বলেনঃ هعزه এর অর্থ তার শয়তানী; نفثه এটি অর্থ তার অশ্লীল কবিতা এবং نفخه এটি অর্থ তার অহমিকা।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الِاسْتِعَاذَةِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَهَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ ‏"‏ ‏.‏ قَالَ هَمْزُهُ الْمُوتَةُ وَنَفْثُهُ الشِّعْرُ وَنَفْخُهُ الْكِبْرُ ‏.‏