কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ৯৬৪
আন্তর্জাতিক নং: ৯৬৪
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সালাতের মাকরূহসমূহ
৯৬৪। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এটা খুবই অশোভনীয় কাজ যে, মানুষ তার সালাত শেষ না করেই বারংবার তার কপাল মাসেহ্ করবে।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا يُكْرَهُ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهُدَيْرِ التَّيْمِيُّ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِنَّ مِنَ الْجَفَاءِ أَنْ يُكْثِرَ الرَّجُلُ مَسْحَ جَبْهَتِهِ قَبْلَ الْفَرَاغِ مِنْ صَلاَتِهِ " .
তাহকীক:
হাদীস নং: ৯৬৫
আন্তর্জাতিক নং: ৯৬৫
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সালাতের মাকরূহসমূহ
৯৬৫। ইয়াহ্ইয়া ইবন হাকীম (রাহঃ)...'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলূল্লাহ (ﷺ) বলেছেনঃ তুমি সালাতে থাকাকালীন অবস্থায় তোমার আঙ্গুলগুলো মটকাবে না।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا يُكْرَهُ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، وَإِسْرَائِيلُ بْنُ يُونُسَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ تُفَقِّعْ أَصَابِعَكَ وَأَنْتَ فِي الصَّلاَةِ " .
তাহকীক:
হাদীস নং: ৯৬৬
আন্তর্জাতিক নং: ৯৬৬
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সালাতের মাকরূহসমূহ
৯৬৬। আব সা'য়ীদ সুফয়ান ইবন যিয়াদ মুয়াদ্দিব (রাহঃ)........ আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কোন ব্যক্তিকে সালাতে থাকাকালীন তার মুখ ঢাকতে নিষেধ করেছেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا يُكْرَهُ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، سُفْيَانُ بْنُ زِيَادٍ الْمُؤَدِّبُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَاشِدٍ، عَنِ الْحَسَنِ بْنِ ذَكْوَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُغَطِّيَ الرَّجُلُ فَاهُ فِي الصَّلاَةِ .
তাহকীক:
হাদীস নং: ৯৬৭
আন্তর্জাতিক নং: ৯৬৭
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সালাতের মাকরূহসমূহ
৯৬৭। 'আলকামা ইবন 'আমর দারিমী (রাহঃ)... কা'ব ইবন 'উজরা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তিকে সালাতের মধ্যে তার এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের করিয়েছে দেখেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার আঙ্গুলগুলো খুলে দেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا يُكْرَهُ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ عَمْرٍو الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَأَى رَجُلاً قَدْ شَبَّكَ أَصَابِعَهُ فِي الصَّلاَةِ فَفَرَّجَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَيْنَ أَصَابِعِهِ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৯৬৮
আন্তর্জাতিক নং: ৯৬৮
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সালাতের মাকরূহসমূহ
৯৬৮। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কারো হাই আসে, তখন সে যেন তার হাত তার মুখের উপর রাখে এবং সে যেন কোনরূপ শব্দ না করে। কেননা শয়তান এতে হাসে।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا يُكْرَهُ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَضَعْ يَدَهُ عَلَى فِيهِ وَلاَ يَعْوِي فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ مِنْهُ " .
হাদীস নং: ৯৬৯
আন্তর্জাতিক নং: ৯৬৯
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সালাতের মাকরূহসমূহ
৯৬৯। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ) ….. সাবিত (রাযিঃ)-এর পিতার সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সালাতে থাকাকালীন সময়ে থুথু ফেলা, নাকে ঘ্রাণ নেওয়া, হায়য আসা ও তন্দ্রামগ্ন হওয়া শয়তানের কার্যাবলীর অন্তর্ভুক্ত।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا يُكْرَهُ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي الْيَقْظَانِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " الْبُزَاقُ وَالْمُخَاطُ وَالْحَيْضُ وَالنُّعَاسُ فِي الصَّلاَةِ مِنَ الشَّيْطَانِ " .
তাহকীক:
বর্ণনাকারী: