কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৪৪৬
আন্তর্জাতিক নং: ১৪৪৬
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃত্যুপথ যাত্রীকে ‘‘লা ইলাহা ইল্লল্লাহ’’-এর তালকীন দেওয়া
১৪৪৬। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাযিঃ) ..... আব্দুল্লাহ ইবন জা'ফর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের মৃত্যুপথ যাত্রীদের 'লা-ইলাহা ইল্লাল্লাহুল হালীমুল কারীম, সুবাহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল 'আলামীন' তালকীন দেবে। তারা বললোঃ ইয়া রাসূলাল্লাহু! জীবিত (সুস্থ্য) ব্যক্তিদের বেলায় এ দু'আ কিরূপ হবে? তিনি বললেনঃ চমৎকার চমৎকার!
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي تَلْقِينِ الْمَيِّتِ لَا إِلَهَ إِلَّا اللهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ حَدَّثَنَا كَثِيرُ بْنُ زَيْدٍ عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِينَ قَالُوا يَا رَسُولَ اللهِ كَيْفَ لِلْأَحْيَاءِ قَالَ أَجْوَدُ وَأَجْوَدُ
তাহকীক: