কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৫৫৭
আন্তর্জাতিক নং: ১৫৫৭
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
শাক্ক কবর প্রসঙ্গে
১৫৫৭। মাহমুদ ইবন গায়লান (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর ইনতিকালের সময় মদীনায় এক ব্যক্তি লাহাদ কবর খনন করতো এবং অপর এক ব্যক্তি শাক্ক কবর খনন করতো। সাহাবীগণ বললেনঃ আমরা আমাদের রবের কাছে ইস্তিখারা করবো এবং তাদের উভয়ের কাছে সংবাদ পাঠাব। তাদের যে আগে আসবে (তাকে রাখবো) এবং অন্য জনকে বাদ দেব। এরপর উভয়ের কাছে লোক পাঠান হলো। লাহাদ কবর খননকারী আগে আসলো। তখন সাহাবীগণ রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য লাহাদ খনন করেন।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الشَّقِّ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ حَدَّثَنِي حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ لَمَّا تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم كَانَ بِالْمَدِينَةِ رَجُلٌ يَلْحَدُ وَآخَرُ يَضْرَحُ فَقَالُوا نَسْتَخِيرُ رَبَّنَا وَنَبْعَثُ إِلَيْهِمَا فَأَيُّهُمَا سُبِقَ تَرَكْنَاهُ فَأُرْسِلَ إِلَيْهِمَا فَسَبَقَ صَاحِبُ اللَّحْدِ ’فَلَحَدُوا لِلنَّبِيِّ
হাদীস নং: ১৫৫৮
আন্তর্জাতিক নং: ১৫৫৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
শাক্ক কবর প্রসঙ্গে
১৫৫৮। উমর ইবন শায়বা ইবন উবায়দা ইবন যায়দ (রাহঃ).... আয়েশা (রাযিঃ) বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ যখন ইনতিকাল করেন, তখন সাহাবীগণ তাঁকে লাহাদ কবরে রাখা বা শাক্ক কবরে দাফন করার ব্যাপারে মতভেদ করেন। এমন কি তারা এ ব্যাপারে বাদানুবাদ শুরু করেন এবং তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে যায়। তখন উমর (রাযিঃ) বলেনঃ জীবিত ও মৃত কোন অবস্থায় তোমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উচ্চ কণ্ঠে বাকবিতন্ডা করো না। তোমরা শাক্ক ও লাহাদ কবর খননকারী সকলের কাছে সংবাদ পাঠাও। তখন লাহাদ কবর খননকারী আসলো এবং রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য লাহাদ কবর খনন করলো। এরপর তাঁকে দাফন করা হলো।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الشَّقِّ
حَدَّثَنَا عُمَرُ بْنُ شَبَّةَ بْنِ عُبَيْدَةَ بْنِ زَيْدٍ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ طُفَيْلٍ الْمُقْرِئُ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي مُلَيْكَةَ الْقُرَشِيُّ حَدَّثَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ لَمَّا مَاتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اخْتَلَفُوا فِي اللَّحْدِ وَالشَّقِّ حَتَّى تَكَلَّمُوا فِي ذَلِكَ وَارْتَفَعَتْ أَصْوَاتُهُمْ فَقَالَ عُمَرُ لَا تَصْخَبُوا عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم حَيًّا وَلَا مَيِّتًا أَوْ كَلِمَةً نَحْوَهَا فَأَرْسَلُوا إِلَى الشَّقَّاقِ وَاللَّاحِدِ جَمِيعًا فَجَاءَ اللَّاحِدُ فَلَحَدَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم ثُمَّ دُفِنَ صلى الله عليه وسلم