কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৬৫৯
আন্তর্জাতিক নং: ১৬৫৯
রোযা ও ই'তিকাফের অধ্যায়
ঈদের দুই মাস প্রসঙ্গে
১৬৫৯। হুমায়দ ইব্ন মাস'আদা (রাহঃ)....আবু বাকরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ঈদের দুই মাস রামাযান এবং যুলহাজ্ব, (সাধারণতঃ ) একই বছরে কম (উনত্রিশ দিনে) হয় না।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي شَهْرَيْ الْعِيدِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ رَمَضَانُ وَذُو الْحِجَّةِ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৬৬০
আন্তর্জাতিক নং: ১৬৬০
রোযা ও ই'তিকাফের অধ্যায়
ঈদের দুই মাস প্রসঙ্গে
১৬৬০। মুহাম্মাদ ইবন 'উমর মুকরী (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যেদিন তোমরা ইফতার (সাওম পালন ছেড়ে দেবে) করবে, সেদিন হচ্ছে ঈদুল ফিতর, আর যেদিন তোমরা কুরবানী করবে, সেদিন হলো ঈদুল আযহা।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي شَهْرَيْ الْعِيدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ أَبِي عُمَرَ الْمُقْرِئُ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ عِيسَى حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الْفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ وَالْأَضْحَى يَوْمَ تُضَحُّونَ
তাহকীক: