কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৭৪৬
আন্তর্জাতিক নং: ১৭৪৬
রোযা ও ই'তিকাফের অধ্যায়
সাওম পালনকারীকে ইফতার করানোর ছাওয়াব
১৭৪৬। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....যায়দ ইবন খালিদ জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সাওম পালনকারীকে ইফতার করায়, তার জন্য রয়েছে তাদের অনুরূপ ছাওয়াব; আর এতে তাদের কারো ছাওয়াবের কিছুই কম হবে না।
أبواب الصيام
بَاب فِي ثَوَابِ مَنْ فَطَّرَ صَائِمًا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ ابْنِ أَبِي لَيْلَى وَخَالِي يَعْلَى عَنْ عَبْدِ الْمَلِكِ وَأَبُو مُعَاوِيَةَ عَنْ حَجَّاجٍ كُلُّهُمْ عَنْ عَطَاءٍ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِمْ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا
তাহকীক:
হাদীস নং: ১৭৪৭
আন্তর্জাতিক নং: ১৭৪৭
রোযা ও ই'তিকাফের অধ্যায়
সাওম পালনকারীকে ইফতার করানোর ছাওয়াব
১৭৪৭। হিশম ইব্ন 'আম্মার (রাযিঃ)....'আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সা'দ ইবন মু'আয (রাযিঃ) এর নিকট ইফতার করেন। এরপর তিনি বলেনঃ তোমাদের কাছে সাওম পালনকারীগণ ইফতার করেছেন। নেককারগণ তোমাদের খাদ্য আহার করেছেন এবং ফিরিশতাগণ তোমাদের উপর সালাত পাঠ করেছেন।
أبواب الصيام
بَاب فِي ثَوَابِ مَنْ فَطَّرَ صَائِمًا
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى اللَّخْمِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ مُصْعَبِ بْنِ ثَابِتٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ قَالَ أَفْطَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عِنْدَ سَعْدِ بْنِ مُعَاذٍ فَقَالَ أَفْطَرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمْ الْمَلَائِكَةُ
তাহকীক: