কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৬৬
আন্তর্জাতিক নং: ১৭৬৬
রোযা ও ই'তিকাফের অধ্যায়
লায়লাতুল কদর প্রসঙ্গে
১৭৬৬। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাযিঃ).... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে রামাযানের মধ্যম দশকে ই'তিকাফ করেছিলাম। তিনি (ﷺ) বললেনঃ আমাকে লায়লাতুল কদর দেখান হয়েছিল, পরে তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কাজেই, তোমরা রামাযানের শেষ দশকের বেজোড় রাতসমূহে তা অনুসন্ধান করবে।
أبواب الصيام
بَاب فِي لَيْلَةِ الْقَدْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ اعْتَكَفْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الْعَشْرَ الْأَوْسَطَ مِنْ رَمَضَانَ فَقَالَ إِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ فَأُنْسِيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي الْوَتْرِ