কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৭৩
আন্তর্জাতিক নং: ১৭৭৩
রোযা ও ই'তিকাফের অধ্যায়
ই'তিকাফকারী মসজিদের একটি স্থান নির্ধারণ করে নেবে
১৭৭৩। আহমাদ ইবন 'আমর ইবন সারাহ (রাহঃ).....'আব্দুল্লাহ ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) রামাযান মাসের শেষ দশকে ই'তিকাফ করতেন।
(নাফে' র) বলেন, 'আব্দুল্লাহ ইবন 'উমার (রাযিঃ) আমাকে ঐ স্থানটি দেখিয়েছেন, যেখানে রাসূলুল্লাহ (ﷺ) ই'তিকাফ করতেন।
أبواب الصيام
بَاب فِي الْمُعْتَكِفِ يَلْزَمُ مَكَانًا مِنْ الْمَسْجِدِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ أَنْبَأَنَا يُونُسُ أَنَّ نَافِعًا حَدَّثَهُ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ
قَالَ نَافِعٌ وَقَدْ أَرَانِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ الْمَكَانَ الَّذِي كَانَ يَعْتَكِفُ فِيهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
হাদীস নং: ১৭৭৪
আন্তর্জাতিক নং: ১৭৭৪
রোযা ও ই'তিকাফের অধ্যায়
ই'তিকাফকারী মসজিদের একটি স্থান নির্ধারণ করে নেবে
১৭৭৪। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... ইবন 'উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি যখন ই'তিকাফ করতেন, তখন তাঁর জন্য উসতুওয়ানায়ে তাওবা' এর পেছনে তাঁর বিছানা বিছিয়ে দেওয়া হতো, অথবা তাঁর খাট রাখা হতো।
أبواب الصيام
بَاب فِي الْمُعْتَكِفِ يَلْزَمُ مَكَانًا مِنْ الْمَسْجِدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ عِيسَى بْنِ عُمَرَ بْنِ مُوسَى عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا اعْتَكَفَ طُرِحَ لَهُ فِرَاشُهُ أَوْ يُوضَعُ لَهُ سَرِيرُهُ وَرَاءَ أُسْطُوَانَةِ التَّوْبَةِ