কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১০. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২০৩৭
আন্তর্জাতিক নং: ২০৩৭
তালাক - ডিভোর্স অধ্যায়
তালাকের উপঢৌকন
২০৩৭। আহমদ ইবনু মিকদাস আবুল আশআছ আজ্লি (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। আমরা বিনতু জাওনকে যখন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হাযির করা হলো, তখন সে রাসূলুল্লাহ (ﷺ) থেকে পানাহ চাইল । তিনি (ﷺ) বললেনঃ “উপযুক্ত স্থানেই তুমি পানাহ চাইলে।” এরপর তিনি তাকে তালাক দিয়ে দিলেন এবং উসামা অথবা আনাস (রাযিঃ)-কে নির্দেশ দিলেন। সে মতে সে তাকে উপঢৌকন হিসাবে তিনখানা সাদা লম্বা কাপড় দেয়।
كتاب الطلاق
بَاب مُتْعَةِ الطَّلَاقِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ أَبُو الْأَشْعَثِ الْعِجْلِيُّ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّ عَمْرَةَ بِنْتَ الْجَوْنِ تَعَوَّذَتْ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم حِينَ أُدْخِلَتْ عَلَيْهِ فَقَالَ لَقَدْ عُذْتِ بِمُعَاذٍ فَطَلَّقَهَا وَأَمَرَ أُسَامَةَ أَوْ أَنَسًا فَمَتَّعَهَا بِثَلَاثَةِ أَثْوَابٍ رَازِقِيَّةٍ